ামি এখন ভার্সিটির ছাত্র রেগে গেলেন তো জিতো গেলেন
রাগ প্রত্যেক মানুষের মৌলিক বৈশিষ্ট । পৃথিবীতে এমন ব্যক্তি নেই জিনি একবার হলেও রাগেননি । রাগ নিয়ে অনেক
কথা আছে । রাগের যেমন অপকারিতা আছে তেমনি কিছু উপকারিতা আছে । আমি আজকে রাগের উপকারিতা গুলোই বলবো ।
একটা নিতী কথা আছে যে ’ রেগে গেলেন তো হেরে গেলেন ” হ্যা হেরে যাবেন তবে সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে রেগে গেলে জেতা যায় । তবে সে রাগটি হতে হবে মনের রাগ । যেমন ধরুন আপনি কোন ক্লাসে অমনোযোগী থাকার কারনে কোনো বিষয় বুঝতে পাড়লেন না । আপনি সে পড়া বুঝার জন্য অপনার বন্ধুদের মধ্যে যে ভলো ছাত্র তার কাছে বুঝতে চাইলেন । সে হয়ত আপনাকে না বলে দিলো এভাবে যে”আমি পারব না দোস্ত আমি বুঝিনি এ ঐ..........”।
তখন আপনার যে রাগ সৃষ্টি হয় সেটাই মনের রাগ। এ সব রাগকে অনেক কাজে লাগানো যায়। এ সব রাগ অনেক কিছুর প্রভাবক হিসেবে কাজ করে যেমন ঃ
১. ভালো করে পড়াশুনার ক্ষেত্রে
২. ব্যকিÍগত চরিত্র উন্নয়নে
৩. অন্যের থেকে ভালো কিছু করার জন্য
৪. প্রতিযোগিতা মূলক পরীক্ষায় ভালো ফলাফলের ক্ষেত্রে
আমার মূল বক্তব্য পড়া শুনার ক্ষেত্রে রাগ হিংসা করতে হবে অন্য ক্ষেত্রে না । জীবনে সাফল্য অর্জনের জন্য রাগ অবশ্যই নিয়ন্ত্রন করতে হবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।