আমাদের কথা খুঁজে নিন

   

রেগে উঠে গেলেন মরিনিয়ো

চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের ম্যাচে চেলসি মঙ্গলবার রাতে খেলবে রোমানিয়ার স্টুয়া বুকুরেশ্টের বিপক্ষে। এর আগের দিন সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক পর্তুগিজ এই কোচকে দলে মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনকে না রাখা নিয়ে প্রশ্ন করেন।
চেলসি কোচ জবাবে বলেন, "সে নির্বাচিত হয়নি। এটা আমার সিদ্ধান্ত। খেলা ও অনুশীলনে খেলোয়াড়রা কি করে তা দেখে আমি এ সিদ্ধান্ত নেই।

"
এরপর সাংবাদিকদের পাল্টা আক্রমণ করে মরিনিয়ো বলেন, "কারা খেলছে তাদের বিষয়ে আপনারা জানতে চান না। আপনাদের আগ্রহ কেবল তাদের নিয়ে, যারা খেলছে না। "
এরপর 'কাল দেখা হবে' বলে পাশে বসে থাকা চেলসি মিডফিল্ডার ফ্র্যাংক ল্যাম্পার্ডকে হতভম্ব করে দিয়ে সংবাদ সম্মেলন থেকে উঠে যান মরিনিয়ো।
প্রথম রাউন্ডে সুইজারল্যান্ডের দল বাসেলের কাছে ২-১ গোলে অঘটনের শিকার হওয়া চেলসি মঙ্গলবার রাতের ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী। তবে গোড়ালির চোটের কারণে দলে নেই বেলজিয়ামের ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।


গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল দল স্টুয়া বুকুরেশ্ট প্রথম ম্যাচে শালকের কাছে হেরেছিল ৩-০ গোলে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.