কাহিনী কি...........
এটা একটা প্রতিবাদের ভাষা,বড় হয়ে গেছির নমুনা,একটা ট্রেন্ড,না আস্ফালন কে জানে। একটা মেয়ে হিসাবে আমি প্রয়োজনের চেয়ে বেশি কাজ টা করেছি তা নয়,কিন্তু হ্যা মাঝে সাঝে আর কি!কিন্তু রোজই আমার আশেপাশে ধুপ ধাপ রেগে মেগে আর কিছু না করলেও এই কাজ টা ঠিকি করে। তাই এ নিয়ে আমার কিছু কথা।
১। রেগে বাড়ি থেকে বের হওয়া মানে কিন্তু বাসা থেকে পালানো না।
এটা বুঝতে হবে। তাই বাসা থেকে হুমহাম করে বের হতে হবে। নইলে নিজেকে চোর চোর লাগবে।
২। বাসার বাইরে থাকার Duration বুঝে টাকা পয়সা নিতে হবে।
যদি বিড়ি খাবার অভ্যাস থাকে তাহলে এটা মাথায় রাখতে হবে এ সময় বিড়ির খুব দরকার থাকে।
৩। এ সময় বন্ধুরা অনেক বড় শত্রু। তারা তখন খুব হিরো হতে আসে। এটা জাস্ট আপনাকে অসহায় ফিল করাতে কাজে লাগে।
তাই এ সময় বেশিরভাগ বন্ধুদের দৌড়ের উপর রাখলে ভাল। কারণ,
৪। একবার রাগ করে এক বন্ধুর কাছে যাওয়া ভাল। । অথবা গ্রুপ এর দু একটাকে জানালেই চলে।
একটা ব্যাক আপ/স্টান্ডবাই বন্ধু রাখাটা ভোলা যাবে না। আর পরেরবার তার কাছে না যাওয়াই বা না বলাই ভাল!
৫। মেয়েরা দয়া করে তার বয়ফ্রেন্ড এর ফ্যামিলি ছাড়া তার মাধ্যমে অন্য কোন জায়গায় যাবেন না। আমার বড় ভাইয়ার এক বান্ধবীর এভাবে বয়ফ্রেন্ড এর ফ্ল্যাট এ যেয়ে রেগে বাড়ি থেকে বের হওয়ার ভালই মুল্য দিতে হয়েছিল।
তাই সচেতন হলে দিনে দিনে ই বাইরে বেরিয়ে রাগ কমিয়ে ঘরে ফিরে আসেন।
(আমি নিজে এটা করি)
আর রাত হলে নিরাপদ কোন আত্নীয়র বাসা বা বিশ্ববিদ্যালয় হল এ থেকে যাবেন। (বেশি প্রবলেম হলে)
৬। যদি রিয়ালাইজ করেন কাজটা ভাল করেননি তাতেও সমস্যা নেই। নরমাল ভাবে বাসায় যাবেন,কেউ কিছু জিজ্ঞেস করা মাত্রই এক কথা,"আমার কি কষ্ট লাগতে পারে না?"
৭। রেগে বাড়ি থেকে বের হয়ে বেশিরভাগ সময় ই আসলে রাগ টাগ কমে না।
তখন টাকা থাকলে অনেক টাইম নিয়ে কিছু একটা খেতে থাকবেন।
৮। কেন রেগে বের হলাম বা যে কারণে রেগে বের হলেন তা নিয়ে ভাবলে রাগ আরো বাড়ে আর মাথাটাও হালকা হ্য় না। তাই এ নিয়ে না ভাবাই উত্তম। আর সবচেয়ে বড় ঔষধ হল সেরকম আড্ডা মারা।
রাগ ৯০% উড়ে যায়
৯। আমি মনে করি রেগে গেলে বাড়ি থেকে বের হওয়াই ভাল। যদি আপনি বেশিরভাগ সময় বাসার বাইরেও থাকেন তাও বলব বাসায় থেকে লাভ হ্য় না যদি ঘরে থেকে থেকে রেগে যান।
১০। রেগে বাড়ি থেকে বের হয়ে যাদের ফেস করছি তাদের সামনে নিজের ব্যক্তিত্ব বজায় রাখা সবচেয়ে কঠিন।
তাই বাইরের লোক এর সাথে মন না চাইলেও হা হা হি হি করুন।
১১। রেগে মেগে যা করবেন না : মাদকসেবন,আজে বাজে জায়গায় যাওয়া,বিয়ে!!!!
১২। রেগে বাড়ি থেকে বের হওয়া একটা খুবই ফালতু আর হালকা বিষয়। অনেকটা গরম লাগলে আইসক্রিম খাবার মত।
এটা কখনই বড় কোন সিধান্ত নিতে কাজে আসে না।
১৩। বাসা থেকে পালাননি তাই ঘরের লোক আর হাতে গোনা বন্ধুদের যানান। বন্ধুদের এমনভাবে বলবেন যেন এটা কোনো বিষয় না। দেখবেন তারাও এটাকে গুরুত্ব না দিয়ে অন্যান্য আলাপ শুরু করবে আর আপনার মেজাজ ও ভাল হতে থাকবে।
১৪। সব কথার এক কথা,রাগ করে বাসা থেকে বের ই হওয়া এ জন্য যাতে রাগ টা কমে ও আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া যায়।
শেষ কথা: ভাই কাউকে উপদেশ দিলাম না। জাস্ট আশেপাশের মানুষদের ও নিজের পরিস্থিতি থেকে যা বুঝেছি তা ই লিখলাম। পচা লাগলে সরি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।