জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... উনার মুখের কথায় একজন শিক্ষিত,ভদ্র,বিনয়ী লোক পর্যন্ত রেগে যেতে ও ভৎসনা করতে বাধ্য!!!!! আমি আমার কথায় ১০০% নিশ্চিত উনি হচ্ছেন আমাদের বঙ্গবন্ধুর কন্যা, গণতন্ত্রের মানষ কন্যা, দেশরত্ন, শ্রেষ্ঠ দেশপ্রেমিক, ডটার অব পিস, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনার কি কোনো ব্যক্তিত্ব নাই মুখে যা আসে তাই বলে উনিতো একজন প্রধানমন্ত্রী।তাই না? কাকে কি বললাম,কেন বললাম,কি উদ্দেশ্যে বললাম, এতে অন্যে আমাকে কি ভাববে? আমার কথায় ভাল খারাপ কি প্রভাব পরতে পারে? এগুলি কি একবারও ভাবেন না নিজের ভাব প্রকাশের আগে? নাকি এটাই আপনার বাবার আদর্শ নাকি লালিত স্বপ্ন? হায়!!!বড়ই দূঃখ আমাদের দেশের গর্ব নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস, তিনি পর্যন্ত ছাড় পেলেন তার মুখের কথা থেকে। দেখিয়েছেন একহাত। আর বিরোধীদল হলে তো কোনো কথাই নাই। শেখ হাসিনা আপনাকে বলি কি মনে করেন আপনি নিজেকে? একজন সুশিক্ষিত মানুষের মুখের ভাষা এমন হতেই পারে না। আমি ১০০% নিশ্চিত... শেখ হাসিনার মুখের কথায় একজন শিক্ষিত,ভদ্র,বিনয়ী লোক পর্যন্ত রেগে যেতে ও ভৎসনা করতে বাধ্য!!!!! আর অশিক্ষিতদের কথা নাই বললাম যে তারা কি ভাষায় কথা বলতে পারে। তাই বলি, শেখ হাসিনা আপনি আপনার মুখে লাগাম দিন এবং স্থান, কাল, পাত্র ভেদে কথা বলুন আর আপনার একডজন ডক্টরেট ডিগ্রীর প্রতি সন্মান দেখান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।