be polite with people when yo go up because you will meet them when you go down.....দিন শেষে জয়টাই মুখ্য- jose mourinho দাঁড়িয়ে আছি তোদের কবরের পাশে, দাঁড়িয়ে থাকবো!!!! থামবো না আমি, দাঁড়িয়েই থাকবো!!!
ঘৃণায় ভেজাবো তোদের কবর আমার মূত্র দিয়ে,
তোরা হত্যা করেছিস হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীকে,মানবতার সূর্য সন্তানকে
বাঙ্গালী জাতির পিতাকে.....................।
তোদের গুলির সামনে দাঁড়িয়ে বলেছিল "কি চাস তোরা", কয়জন পারে মৃত্যুর সামনে দাঁড়িয়ে এই কথা বলে মৃত্যুকে আলিঙ্গন করতে।
রবীন্দ্রনাথ তাঁর এক কবিতায় বলেছিলেন " সাড়ে সাত কোটি বাঙালির হে মুগ্ধ জননী , রেখেছো বাঙালি করে মানুষ কর নি। "
কিন্তু ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু বিশ্ববাসীকে জানিয়ে
দিলেন বাংলাদেশ স্বাধীন হয়েছে আর কবিগুরুকে উদ্দেশ্য করে বললেন " কবিগুরু তুমি
আজ মিথ্যে প্রমাণিত হলে, দেখে যাও তোমার বাঙালি আজ মানুষ হয়েছে।
আসলে কি তাই!!!!!!
না হয়নি!!!!! মুজিব হয়নি, তোমার বাঙ্গালী মানুষ হয়নি,
তাহলে শুনো নোবেল পুরস্কার বিজয়ী উইলি ব্রান্ট কি বলে,"মুজিবকে হত্যার পর বাঙ্গালিদের আর বিশ্বাস করা যায় না”......
৭ই মার্চের সেই ঐতিহাসিক জনসমুদ্রে গর্জে ওঠা তোমার সেই ভাষণ - " এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম , এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”
যার তুলনা হয় শুধু আব্রাহাম লিংকনের সেই বিখ্যাত ভাষণ গেটিসবার্গ এড্রেস-এর সাথে.........।
।
আমি নিশ্চিত সেলুকাস এই দৃশ্য দেখলে বোবা হয়ে যেত, যেমনটি হয়ে আছে তোমার আজকের সন্তানেরা......
তোমাকে দেখে আরেক মহান নেতা বলেছিল “আমি হিমালয় দেখিনি , তবে হিমালয়ের মত উচুঁ বঙ্গবন্ধুকে দেখেছি । তাই হিমালয় দেখার প্রয়োজন আমার নেই ।
ফিদেল কাস্ট্রো ।
যিনি আজও বেঁচে আছেন সদর্পে......।
।
কিন্তু দুঃখিত আমরাই সেই বাঙ্গালী যারা তাদের মাথার উপর থাকা হিমালয়কে ১৯৭৫ এর আজকের এই দিনে বুলেট আর বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছি......। ক্ষমা চাওয়ার যোগ্যতা আগেই হারিয়ে ফেলেছি, তবুও পারলে ক্ষমা কর!!!!!!!!!!
"বল বীর বল উন্নত মম শির
করিস না ৭১-৭৫ এর জামাত-শিবির".......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।