আমাদের কথা খুঁজে নিন

   

ঘৃণায় মন ভরে যাচ্ছে

জীবনটা যদি স্বপ্ন হত, স্বপ্নভঙ্গ মানেই মৃত্যু । মন্দ হত না !!!! আমার ছোট ভাইকে নিয়ে ঢাকায় থাকি, অভিভাবক আমি । রান্না না করে লিখতে বসলাম । যাই হোক কিছু সোজা সাপটা কথা নিয়ে আলোচনা করায় আমার ইচ্ছে । তাছাড়া আর কিছুই করার নেই ।

যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবার আগেই ধারনা করেছিলাম যে সরকার আমাদের মত নিরীহ নিরাপত্তাহিন মানুষদের টোপে ফেলে মাছ ধরার চেষ্টা করবেন । আমার যুক্তিটা ছিল এরকম, সরকারের ক্ষমতা বহাল থাকবে হয়ত এই বছরের ডিসেম্বর পর্যন্ত কিংবা কমবেশি হতে পারে । আমরা সবাই যুদ্ধাপরাধীদের বিচার দেখার জন্য রাতের ঘুম জলাঞ্জলি দিয়ে চোখে পেরেক এঁটে রেখেছি । এই সুযোগে সরকার করছি করব বলে আরেকবার আমাদের বোকা বানিয়ে বিচারকার্য সম্পাদনের নিমিত্তে ক্ষমতায় আসতে চান । আমার ধারনায় কিঞ্চিৎ সীমাবদ্ধতা ছিল ।

ট্রাইব্যুনাল বিচারের রায় দিয়েছে, একজনের ফাঁসি আর একজনের যাবজ্জীবন । যার ফাঁসি দিয়েছে তাকে কোনদিন ধরতে পারবে কিনা আল্লহ ই জানেন !! আর যার যাবজ্জীবন দিলেন; তিনি হয়ত আরেকদল যদি ক্ষমতায় আসেন তাহলেই মুক্ত বাতাসে পাখা মেলে নাচবেন । “আহা কি আনন্দ আকাশে, বাতাসে । “ তাহলে কি সরকার আগেই সব পরিকল্পনা করে রেখেছিলেন ? কাল রাতে টিভি তে দেখলাম উনি এক বক্তৃতায় বলছেন, “কোন ভাবে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার চেষ্টা করলে তাদের ও শাস্তি পেতে হবে । ’’ আমার প্রশ্ন হচ্ছে উনি ধর্ষকদের কি বিশেষ ভাবে পচ্ছন্দ করেন ? আর বিচার বানচালের চেষ্টা করলে কি কান ধরে উঠ বোস করিয়ে ছেড়ে দেবেন ? হতেই পারে, অসম্ভব কিছু মনে হচ্ছেনা ।

বাংলাদেশে কোন ধর্ষকদের শাস্তি হতে দেখলাম না যে !!! যে দেশে বিকাশের মত জন্তু গুলো রামদা-চাপাতি নিয়ে প্রকাশ্যে বাহু উঁচিয়ে ঘুরে বেড়ান, আটক হবার পরেই ছাড়া পেয়ে যায় সেখানে আমাদের মত মানুষের বাস কোথায় হবে ? এমনকি যাদের বিচারের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেন , এই কি সেই বিচারের নমুনা ? আমরা কি তবে এতদিন ধরে এটার জন্যই অপেক্ষা করেছি ??? আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি জ্যোতিষ দেখিয়ে জানতে পেরেছেন যে ছাগুরা ওনার আমল শেষে পাঠা বলির জন্য ওনাকেও লিস্টে রেখেছেন ? কি অদ্ভুত রে ভাই !!!! মানুষের ব্যাক্তিত্ব বলে তো কোন জিনিষ থাকে নাকি ! যাই বলেন আমি এই দেশের পরিচালকের চেয়ারে আর কোন গাভীকে দেখতে চাইনা । আমার মনে হচ্ছে এরপরে সবাইকে ২/৪ বছরের জেল, মৃদু বেত্রাঘাত আর একটুস খানি বকুনি দিয়ে দুষ্টুমি না করার অনুমতি দিয়ে ছেড়ে দেবেন । এর চেয়ে আমি বলি, ওই নরপশুরা যা করেছে তা আমদের নানী খালা চাচীরা জানে । ছেড়ে দিন আমাদের হাতে, বিচার হোক জনগনের আদালতে । কি যে বলব ভাই, আমার কান্না পাচ্ছে, ঘৃণায় গা গুলিয়ে যাচ্ছে ।

মুখ খারাপ করে গালি দিতে ইচ্ছে করছে যদিও আমি কখনও মুখ খারাপ করিনা । সততার সঙ্গে বলছি আজ আমার প্রথম মনে হচ্ছে, এমন স্বাধীন দেশে থাকার চেয়ে পূর্ব পাকিস্তানি টাইটেল ই ভাল ছিল । আমার লেখা খারাপ লাগলে আমি দুঃখিত । কিন্তু আপনার ও যদি অনুভূতিটা আমার মতই হয় তাহলে আমার কথগুলি আপনারই কথা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।