আমাদের কথা খুঁজে নিন

   

যে ঘৃণায় মুক্তির প্রহেলী


ফিরে দেখো- পরমা শ্রাবনবেলার বিবশ বাতাসে আজ মৌলিগুঞ্জন ভেঙে যায় জোছনা, সম্পর্কের জলোস্বাদ- তোমার কাছে রক্ষিত আমার সুরাত্রিসকল উড্ডীন আজ অশ্রুজ উদয়নে... কেউ কেউ পরম দেশপ্রেমিক হয় কেউ হয় রমণী আরাধ্য দারূণ প্রেমাস্পদ- গৃহত্যাগী কেউ চিরতরে, কেউ সুসংসারী গৃহী পুরুষোত্তম- ফিরে দেখো, আমি নই এদের কারো আসলে কিছুই হওয়া হয়ে উঠেনি বেঁচে থাকার জৈবযুগে শুধুই ডুবে গেছি প্রেমের মত মরমী ত্রাসে। যুদ্ধফেরত বিগত বারূদ আজ ব্যর্থ ধ্বংসহীনতায় শুধুই মৃত যাদুঘরের বাসিন্দা! তাই কি যে ঘৃণায় মুক্তির প্রহেলী তাকেই ভালোবেসেছো বিস্মৃতির নির্মোহে...... গড়েছো নিজস্ব মেলেনেশিয়ান চন্দ্রিমা!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।