দেখে যা, যা অনির্বাণ; কি সুখে রয়েছে প্রাণ। কি যে লিখব আর কিভাবে যে মড়ুদের ধন্যবাদ দেব, বুঝতে পারছিনা, অবশেষে আমি নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে একজন সাধারণ ব্লগার হয়েছি। অনেক অপেক্ষায় ছিলাম এই মুহূর্তের জন্য। একসময় ধরেই নিয়েছিলাম আমার আর বোধহয় সেইফ হওয়া হয়ে উঠবে না। ভোর হল দোর খোল, ঘুমাতে যাওয়ার সময় হোল। এখন ভোর ৫।৩২ এবং আমি ঘুমানর তোড়জোড় করছিলাম, হতাশ হৃদয়ে, ব্যথিত নয়নে আবার একবার দেখতে চেয়েছিলাম যে আমি মড়ারেশন স্ট্যাটাস অনুযায়ী নজরদারি তে বন্দি, কিন্তু না এ কি দেখলাম, চোখ মলে ভালো করে দেখলাম যে না ঠিকই আছে, আমি জেনারেল। নিজেকে নিজেই কংরাচুলেশন দিলাম। আনন্দের আতিশয্যে আর কিছু লিখতে পারছিনা, যাই হোক মড়ারেটরদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।