যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
জীবন-বিতৃষ্ণ মুখাবয়ব মনে হয় নি জিম ক্যারীর, যদিও কার্ল চরিত্রটি তেমনই। ইয়েস ম্যান ছবিটাতে ক্যারীর স্বভাবজাত ফানি এক্সপ্রেশন তো রয়েছেই কিন্তু তারচেয়ে সবচেয়ে বড় দূর্বলতা লেগেছে ঘটনার পরস্পরা খুব নাকটীয় কিছু নয়, ধরেই নেয়া গেছিলো এরপর-সেই, তারপর-ওই। তারপরেও বলবো ইয়েস ম্যান হচ্ছে আ কমপ্লিট এন্টারটেইনমেন্ট মুভি যেখানে জীবন-মুগ্ধতায় জন্য কিছু সরলীকৃত ইয়েস টিপস দেয়া হয়েছে হতাশাবাদীদের।
ছবিটিতে কোন ভিলেন নেই, ডার্ক-প্লে নেই, বদলে নিটোল অন্তর্দ্বন্দ্বের চমৎকার রূপায়ন আছে ; যেখানে আমাদের টিপিক্যাল জীবন-যাত্রার এক ভয়াবহ পৌনঃপুনিকতা থেকে উত্তরণের স্বপ্ন দেখিয়েছে যেকোন আগত সুযোগকে লুফে নেবার পরামর্শ সরবারহ করে। অনিশ্চিত কিছু ঘটনা থেকে উদ্ভুত ত্যাগ স্বীকারের পরে হয়তো কিছু মোক্ষ অপেক্ষায় থাকে। জিমের জীবনে তেমনই ঘটে। ভেরি মাচ প্রেডিক্টেবল ফর এ স্ক্রিপ্ট। হয়তো কারো জীবনেও; তবে বিষয়টা যে চমকপূর্ণ - সহজেই হতাশাকে ঝেড়ে নেমে পড়া যায় উত্তেজনাপূর্ণ জীবন অন্বেষণে, ছবিটা দেখে কেউ তেমন প্রলুব্ধ হতেও পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।