'বস গ্রুপ অব কোম্পানির মালিকের বিরাট সাম্রাজ্য এই করপোরেট অফিস। মালিক চেয়ারম্যান নিজেই এই সাম্রাজ্যের বিগ বস। এই কোম্পানিতে অনেকগুলো বস আছেন, সেই বসদের আবার অনেকগুলো কর্মচারী আছেন। বিগ বসসহ কোম্পানির সমস্ত বস এবং কর্মচারীদের জীবনযাপন ও ফ্যামিলি উপস্থিতি নিয়ে সাজনো হয়েছে এ নাটকের গল্পে। কচি খন্দকারের রচনা এবং পরিচালনায় 'ইয়েস বস নো বস' শিরোনামের নাটকটি শুরু হবে আগামীকাল থেকে।
১০৪ পর্বের এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ওয়াহিদা মলি্লক, ফজলুর রহমান বাবু, ডলি জহুর, মোশাররফ করিম, বাঁধন, এসএম মহসিন, আহসানুল হক মিনু, শেলী, আব্দুল্লাহ রানা, শ্রাবণ, রিফাত চৌধুরী, আহসান কবির, মিলন ভট্টাচার্য, সৈকত প্রামাণিক, অহনা, সৈয়দ মুসাফির বাচ্চু, ফারহানা, সিদ্দিক মাস্টার প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।