আমাদের কথা খুঁজে নিন

   

কী অমানবিক সিদ্ধান্ত..........

কিছুক্ষণ আগে আমি আমার ফেইসবুক খুললাম। খূলেই আমার চোখ মূখ দিয়ে যেন ঘুনার আগুন ঝরছে। আমার বন্ধু শৈবাল একটা তথ্য দিল যে চায়নার সরকার নাকি তাদের দেশের উইগুর সম্প্রদায়কে (মুসলিম সম্প্রদায়) রোযা রাখা নিষেধ করে দিয়েছে। আমি একজন মুসলীম হিসেবে চায়না সরকারকে তীব্র ধীক্কার জানাই। এটা একটা মানবাধীকার লঙ্গন।

বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো যে কী করছে বুঝতে পারছি না। বিশ্বের সকল মুসলিম দেশের উচিত এ বিষয়ে নিন্দা জানানো। এবং চায়না সরকারকে চাপ দেোয়া যাতে তারা তাদের চাপিঁয়ে অমানবিক সিদ্ধান্ত যাতে বাতিল করে। ছোট কাল থেকে আজ অবধি আমরা শুনে আসছি যে ঞ্জান অর্জনের জন্য সুদূর চীনে যাো। কীন্তু চীন সরকারের এ ধরনের অমানবিক সিদ্ধান্ত চীনের প্রতি মুসলিমবাশীর ধ্যান ধারনা পাণ্টে দিতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।