আমাদের কথা খুঁজে নিন

   

তিনি কি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাকি আওয়ামীলীগ বাঁচাও কমিশনের চেয়ারম্যান ?

তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে মনে ব্যাথা নিওনা। কারণ, মানুষ সবসময় গাছের মিষ্টি ফলটিকেই ঢিল মারে। জাতীয় মানবাধিবার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেছেন, চার সিটি করপোরেশন নির্বাচনের মাধ্যমে বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি ভুল প্রমাণিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও যে সুষ্ঠু নির্বাচন করা যায় তা দেখা গেছে। তত্ত্বাবধায়ক ইস্যু পরিহার করে নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করার দিকে গুরুত্বারোপ করতে তিনি বিরোধী দলকে পরামর্শ দিয়েছেন।

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে জাতীয় মানবাধিকার কমিশন প্রকাশিত ‘বঙ্গবন্ধুর মানবাধিকার-দর্শন’ শীর্ষক বইয়ের উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, আইন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম শাহ আলম। মিজানুর রহমান বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক দল এক না হলে দেশে বিপদ হতে পারে। জনগণের অধিকার রক্ষায় শাসকরা যেন শোষক না হন। আর এ ক্ষেত্রে বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন আমাদের প্রেরণা যোগাবে বলে তিনি উল্লেখ করেন।

View this link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.