আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় বিবেক

নাটক দেশ গড়ার সংগ্রাম । রচনা *এম জি আর মাসুদ মিয়া চরিত্র রুপায়ন                             *     *** চাষি  -   জামিল                            *          **      * ঐ  পুত্র -- মনা                    *          **     দেশ গড়ার সংগ্রাম ***       *           **                                  *          *  ****** ২য় চাষি - মণ্ডল ব্যপারি     ঐ ছেলে       -   মধু       -           *                        দেশ             **                      ** রতিন                     **                                                     *                                      *                                                ** বখাটে ঝান্দু ও বিষ্টু                         **                                             **                                                                                            *                                                **                                       ** * আমলা কুট কৌশলী                   *   **                                     *               **                                      * সাংবাদিক -  কবির চৌধুরী                                                                  *         *                                                                                       **   *                                                                                                                                      ** বেলি ,জলিও কুসুম                 *    *       *       **       *      **                                      **  * ছাত্র/ ছাত্রি বৃন্দ                                                                                                         * বাস্তব গন সচেতনতামুলক                                            *                                                                                                         * ১ম অংক   ১ম দৃশ্য                                                                                                          * চাষির কুঁড়ে ঘর ২ চাষি একে অন্যর খুজ নেয় ।                                                                                                          *                                                                                                         * জামিল , তর পুলার খবর কি।                                                 *  মধু , হাড়িতে নাই ভাত , বড় অভাব বুঝলে ,বহুত চিন্তা ভাবনা কইরা দেহ লাম । অহন থাইকা কাম কাজ করলে পলা আমার পাক্ষা অইব ।

জামিল , তর কি আক্কেল কত , অর বয়স বা কি , পিচ্ছি পোলা । মধু, হু তুই মনে করস আই কিছু বুঝিনা । ঈদের বাজারে একটা লাল জামা চাইছিল কিইনা দিবার মুরাদ নাই । পরের ঘরে কাম করলে নিজেও পেট ভইরা খাইতে পারব আর রুজিও অইল । জামিল , কিজানি অত কিছু বুঝিনা ।

ঐ দেখ আমাগ মিয়া ভাই আহে । [ উভয়ে ছালাম দিবে ] কবির চৌধুরী প্রবেশ , ওয়ালাইকুম ছালাম । তা তোমরা ভাল আছ ত মধু, ভালা বুড়ায় একমত আছি আর কি । কবির চ, আমি আড়াল থেকে সব শুনেছি , তুমি একটা চরম ভুল করতে যাচ্ছ মধু । একে ত তোমার পোলার বয়স কম ।

এই বয়সে স্কুলে না দিয়ে কাজে ভর্তি করা শিশু শ্রম আইনে মস্ত বড় অপরাধ । জামিল , আমরা কি আর এত সব বুঝি । আমরা যেইদা জানি হেইদা অইল ভুতের মত কাম আর খাওন । আমি আই মধু আমার আবার মেলা কাম পইরা আছে । মধু , মিয়া ভাই , মাথায় আসলে গিলু নাই টানাটানির সংসার ।

বউ অসুখে যায়যায় । কিছু বুঝবার – কবির চৌ , বিপদে ধরঝ্য ধারন কতে হয় , যারা আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহই তাদের সাহায্য করে । সামনের দিন পোলারে স্কুলে নিয়ে এস আমি নিজে ওরে ভর্তির ব্যবস্থা করব কেমন । চাষির ছেলের প্রবেশ ] --- বাজান ,বাজান গরুর ঘাস  আনলাম , [মাথায় কাচা নামাবে , বাবা পুত্রকে  ডাকে ] মধু , মনা বাপ এইদিকে আয় । তর কাকা বাবু ছালাম কর ।

[মনা ছালাম কবে ] কবির চ , থাক বাবা । অনেক বড় হও । আহারে কি সুন্দির কাচা সনা মুখ , রুদে ঝলসে গেল । তা বাবা তোমার স্কুলে যেতে মন চায়না । মনা , খুব ইচ্ছা করে ।

বাজান ত আমারে মিয়া বাড়িত কামে ভর্তি কইরা ধিছে । কবির চ, তুমি কাইল থাইকা স্কুলে যাইবা মন দিয়ে লেখা পরা শিখবা । কি পারবানা । মনা বাবাকে জরিয়ে ধরবে ] বাজান আমি সকুলে যামু , হুররে কি মজা হুররে । প্রস্থান কবির চ, দেখলে স্কুলের কথা শুনে ও র কি আনন্দ ওরা হেসে খেলে বড় হবে এই ত আমরা চাই ।

মধু , তুমি আমার অন্ধ চউখ খুলে দিলে মিয়া ভাই কবির চ, বেশ তাহলে এই কথাই রইল কেমন এবার ঊটি । মধু, জি , প্রস্থান । ১ম অংক ২য় দৃশ্য সোনা পুর গ্রামের বাগান বাড়ি বেলি ,জলি , কুসুম অরা খেলা করবে । বেলি , সখি জায়গাটা খুব সুন্দর তাইনা এখানে আসলে মনটা এক্কেবারে জুরিয়ে যায় ।  কুসুম , তা ভাই মনে ত খুব ফুর্তি ব্যপার কি ।

বেলি , সেটা বলা যাবেনা , জলি, বলা যাবেনা না  আমি কিন্তু ভাই সব জানি বেলি, এই ফাজলামি করবিনা ,চুল কিন্তু ছিরে দেব । জলি, ইস আর বলবনা অই দেখ নাছতে নাছতে কেদা আসে। কুসুম , বিস্তু অকারনে খুব ভয় পায় , চল অর সাথে একটু মজা করি । বেলিও জলি , হা তাইচল সটকে পরি, [ অরা লুকাবে ] বিস্তুর প্রবেশ , নাকি সুরে গান ধরবে ,অরা আড়াল থেকে হটাত দিল ছুড়বে ] কে কে, আরে কিছহুউ দেহা যায়না । আয় আল্লাহ মনে অয় ভুতের কাম ।

অরে বাবারে মইরা গেছিরে পালাই ভুত ভু ভু ‘’’ ঘটকের আসা , এই ব্যাটা খাল্য মাটে এমন চিক্কুর পারিছ কে । মনে অয়ে তরে ভুতে পাইছে , বিস্তু , আমার বারদা বাইজা গেছে বাবারে ভুত আমি পালাই    [ আড়াল থেকে ভুতের আওয়াজ আসবে] ঘটক , অরে বাওরে জমে নাগাল পাইল , ভুত ভাই মই কোন দুস করিনাই [ । উভয়ে একে অন্যকে জরিয়ে ধরবে ] চিৎকার ভত ভত ভু রমিজের প্রবেশ , এই হলটা কি এখানে । তরা এমন চেচামেচি করচিস কে উভ্যে, ভুত ভুত মিয়া বাই ভুত , রমিজ , চুপ গাদার দল , অই দেখ কত মানুষ এই দিক দিয়া আনাগানা করতাছে, কই কাওরে ত ভুতে ধরেনা । ঘতক, হু তাইত, থুক্কু যত্তসব ফাজিল  এই বিষ্টু আমি বিয়া বাড়ী যাই মিয়া ভাই ।

নিলে অরা সব খাইয়া সাবারকইরা দিব বিষ্টু , আমিও আহি আহারে খাওনের কত মজার গন্ধ । [  উভ্যে প্রস্থান । ] রমিজ , বুঝতে অসুবিধানাই তরা কোঁথাও লুকিয়ে আছিস , [অরা আড়াল থেকে বের‍্যবে সকলের হাসি । ] বেলি , রমিজ ভাই । মজার কাণ্ড ওরা ধারুন ভয় পেয়েছে ।

রমিজ , অযথা কাউকে ভয় দেখান গুর‍্যতর অপরাধ । ভয় পেয়ে এক্ টা লোক হার্ট ফিল হতে পারে সেটা কি তোমরা জাননা । কুসুম , ভুল হয়ে গেছে ভাইয়া আমাদের । রমিজ, আচ্ছা টিক আছে এবার আমাদের অনুস্তানের কাজ শুরু করি কেমন । সবাই , জি  ।

      ১ম অংক ৩য় দৃশ্য বিদ্যালয় প্রাঙ্গণ ক্লাশ রুমে ছাত্র/ছাত্রিদের বাধানুবাদ ও শিক্ষকের ভুমিকা । মনা , আমার বেঞ্চে তুই কেন এইহান থাইকা ভাগ । রতিন, তাতে তুর কি জায়গা ডা কি তর কিনা , তর বাপের নামে কাউলা । মনা , বাপ তুইলা কথা কইবিনা বুঝলে । স্যার আইলে বিচার দিমু ।

রতিন , কি এত বড় সাহস বিচার দিবি তার আগেই তরে সাইজ কইরা দিমু [ কিল ঘুসি দেবে ] মনা , [ কাদবে ই,ই,ই, ] মানিক ফালু কদম এগিয়ে আসবে , রতিন , খবরদার কেউ আমার সাথে লাগতে আসবিনা ,নইলে তোদেরও সাইজ কইরা দেব । শিক্ষকের প্রবেশ ] ক্লাশে এত গণ্ডগোল কিসে , মনা কাদছ কেন , কি ব্যপার হল টা কি , ছাত্র/ছাত্রি , স্যার রতইনা মনারে মারল । শিক্ষক , তাই নাকি । মনা , জি সার ই,ই,। [বেত লয়ে রতনের পিটে মারবে ] বদমাইশ রুজ রজ ঝগড়া যা এক্ষনি ,ক্লাশ থেকে বের হ যা পাজি ।

রতন , স্যার লজ্জাদিলেন আমার বাপের নাম মণ্ডল ব্যপারি সেটা জাইনা রাইখেন ,। প্রস্থান শিক্ষক , আস্ত বেয়াদব কোথাকার ,। সকলে  , জিস্যার তোমরা সব পাটে মন যোগ দাও, মানিঙ্ক দারাও কি যেন পড়া ছিল, শিউলি , জি স্যার কবিতা । পন  সকালে উইটয়া আমি মনে মনে ............ । কবির চ, প্রবেশ , বাহ বাহ কি সুন্দর যেন একটা ফুলের বাগান ।

এবাগানে ফুটে শুধু বিদ্যা ফুল । সকলে তালি ,  শিক্ষক , বেশ বেশ কবি সাহেব ,সময় মতই এলেন , ৮ই ফাল্গুন মাতৃভাষা দিবস বিদ্যালয়ে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এদের কে একটু সময় দিতে হবে । কবির চ, তোমরা সবে বিকাল বেলা আমার সাথে দেখা করিও কেমন সকলে , জি । এবার আমাদের একটা গান শুনাতে হবে , শিক্ষক , উত্তম প্রস্থাব কবির চ, তাহলে সবে মিলে সুর তুলি কেমন , ১,২,৩, সকল ভাল কখন কোঁথায় লাগে যেখানে প্রাণেরও আনন্দ জাগে । যারা হাসি খুশী উল্লাসে মেতে রয় দিনমান নাছে গায় স্বপ্নেরা ভেসে রয় অনুক্ষন হেথা মন হয় আপন ভাসে অনুরাগে  ঐ কথা যত হৃদয়ে তুলে সুর ঝংকার চিত্ত মোহিত হয় সাজ ধরে আপনার মনে মন খেলা হয় তাই নব বাগে ঐ শিক্ষক , যাও তোমাদের আজ ছুটি ।

ছাত্র/ ছাত্রিরা বেরুবে , কবি , চল  কোঁথাও গিয়ে বসি তাই চল প্রস্থান       ১ম অংক ৪রথ দৃশ্য আমলা গ্রামে ডূকবে শিকারে আমলা , বিষ্টু কত দেহী গ্রামের দশা এমন কেণ ,আগে এঈ জায়গায় অনেক বড় জংগল চিল । ছিল গাছে গাছে বুনো ফল , ছীল পশু পাখিদের আড্ডা , আমী নিজে কত শিকার করেছি । বিষ্টু , হাছা কইলেন ওস্তাদ , তাইলে ঐসব গেল কই । সব হাওয়া হাওয়া ঐয়া গেল । আমলা , চূপ বকবক কোড়বীণা দেখ ডূ চারটা শিকার মিলে কিনা ।

বিষ্টু , ওস্তাদ মনে অয় একটা হোহীণ দেখেন তাল গাছের আগায় কেমন ণাছটাছে । আমলা , হূ তাইত [ বন্ধুক তাক করবে ] কয়েকজন ছাত্র আড়াল থেকে মোণা, দেখ দেখ কী সুন্দর একটা পাখি , ঐ বেটা ত ওহোণী মাইরা ফালাঈব গোণী, চল ডিল দিয়া তাড়াইয়া দেই । অন্যরা , কী মজা হয়ড়ড়ে । [ আড়াল থেকে ডিল ছূড়বে লোকটির মাথায়ে পড়বে ] আমলা , ঈশ কপাল ফাটল ,। বিষ্টু, হায় ওস্তাদের কী ঐলোড়ে , বেয়াদব কনকার আমি টগ ছাড়ূম ণা ।

সব কয়ডাড়ে গুলি করুম । চলেন ওস্তাদ ,। প্রস্থান এবার ওরা বেড়ীয়ে আসবে মণা , গুলি করে পাখি শিকার , অন্যরা । চল বেণা চল বেণা কবির চ, আরে তোমরা কি ব্যাপার । মণা , এক ভদ্র লোক পাখি মার বার চাইছিল ডিল দিয়া তাড়াইয়া দিলাম ।

কবির চ। বেশ ভাল করেছ । কিন্তু কারো গায়ে ডিল ছূড়বাণা বুঝলে । ছাত্ররা , জী আচ্ছা , কবির চ, পাখ পাখালীড়া প্রকৃতির প্রাণ , ওদের মারলে আমরা আর পাখির গাণ শূনতে পাবনা । জাণ কী পাখিদের কলরবে প্রতিদিন নতুন সূর্য ঊটে ।

তোমরা পাখিদের ভাল বাসবে দেখবে ওড়াও তোমাদের বন্ধু হয়ে ্যাবে । গোণূ, ওড়া ত আমাগো ভয়  পাবে । কাছে আসবেনা । কবির চ, ছোট বন্ধুরা এজন্য কি করতে হবে জান শবে, কি করতে হবে , কবির চ; তোমাদের বাড়ীর আঙ্গিনায় প্রচুর গাছ লাগাবে ,দেখবে সবুজ গাছের ডালে ডালে কত পাখ পাখালী , ওড়া তোমাদের গান শূণাবে । ছাত্ররা, কী ম জা কী মজা ।

তালি দেবে ] কবির চ, আর গাছ তোমাদের উপহার দেবে ফল ফূল , নির্মল হাওয়া , অক্সিজেন ্যা প্রাণের জীবন বাচায় । তোমরা খেলা কর কেমন ,প্রস্থান ছাত্ররা ,গাণ ধরবে । এই আমাদের দেশ , এই আমাদের দেশ                          স্বপ্ন মধু ভরা আমার বাংলাদেশ । ২বা                          ছোট সোনার গাঁও গাছে গাছে ঢাকা                        বয়ে ্যায় নদী সেথা আকা বাকা                            মাট রয় সাজান ছবির মত অপরূপ বেশ ঐ                       বনে বণে ফূল ফূটে ফল ধরে গাছে                       গাণ গেয়ে পাখিরা ডালে ডালে নাছে     মেটূ পথ চলে ্যায় দুর সীমানায় রূপের নাই শেষ ঐ ।                           ২য় অংক ১ম দৃশ্য মণ্ডল বেপারির বৈটক মণ্ডল , মাইয়া তোর মেলা সিয়ান ঐছে সে খবর তোর আছে ।

হূণলাম কার লগে দিনভর মোবাইলে ঈটীশ পিটিস আলাপ কইরা বেড়ায় ,ব্যাপার ভালা টেকছেণা কৈলাম। জামীল, জী মানে কী কৈটাছেণ কিছুই ত বুঝবার পারটা ছিনা , । মণ্ডল , বুঝবার পাড়োণা , বায় বাতাসে বড় ঐছ । কৈটাছী মাইয়া ছাওয়াল গো আইজ কাঈল বেশী লাই দিতে নাই বূঝলে , ঈমাম সাবে কি কয় জানিস , মাইয়া লোক বেপর্দা বেলাজ ঐয়া মরলে হেগ টাঈ ঐব নরকে বূঝলে , আমি কই কি শুন জলদি ওঁরে বিয়া দিয়া দে , জামীল, মূঈ গরীব মানুষ , মূঈ ত সাধ্য ণাঈ। বীশটূ, ওস্তাদ বলি কী আমাগো ছোড সাবের লোগে এক্কেবারে ফীট ঐব মোণ্ডল, চূপ বকবক কড়বীণা ।

বিয়া সাদির কাম ত একটু ভাইবা দেখতে ঐব বূঝলে । জামীল , ব্যাপারী সাব ওহোণ আমি যাই বাঈতে মেলা কাম , প্রস্থান। বিষ্টু , হুড়রে ওস্তাদ ওশোডে মোণ ওয় কাম ঐব । ওস্তাদ আমার পাক্কা খেলোয়াড় শট দিলেই গৌল অয় । প্রস্থান , মণ্ডল , [বসে ভাববে ] ঘটকের প্রবেশ অফ কি কলির যুগ আইলরে বাবা জগত টাই উইলদা গেছে , আমি তোকে দেখে নেব ,তোর ১৪ ঘোষটির ভিটায় ঘু ঘু ছড়াব , জানিস নাম আমার মণ্ডল বেপারি ।

ঘটক , ছালাম সাব ওয়ালাই কুম ,তা কোথায় যাচ্ছ বাপু ঘতক, যাচ্ছিলাম মিয়া বাড়িত ভাবলাম একটু দেখাদা কইরাই যাই । তা আপনার পোলা পান গ ত দেখ তাছিনা । মন্তল , আমাগ রতিনের কথা বলছ অত ঢাকা বিশ্ব বিদ্যালয়ে পড়ে । আর দুএক বছরের মধ্য লন্ডন পাটিয়ে দেব বুঝলে ব্যরিস্তার অইয়া  ফিরবে । এই শুন আমারে কি তমাগ চখে বুড়া মনে অয় ।

  ঘতক ,   না না [ হালায় চুল দাঁড়ি পাকছে ৪খান বিবি ঘরে  আমিও মুছিবত ঘটক সুযোগ হাত ছাড়া করুম না ] ম্নদল, কি বকবক করছিস রে মুছিবত ঘটক , নয মানে কিছু খরচ পাতি লাগবে । এইসবকাজ ত মণ্ডল , বেশ বেশ এই ল  আমি বিশ্রামে যাই । প্রস্থান ঘতক, পাইছি মক্কেল এইবার অরে বউ ছাড়া বিয়া করামু , আমাগ আর শান্তি নাই যত সব মুছিবত । প্রস্থান     ২য় অংক ২য় দৃশ্য [ কোণ এক বাজার , ভদ্রলোকদের আলাপ চারিতা বখাটের উৎপাত । ]   আবেদ , দুস্ত মনটা খারাপ কেন ।

রকিব , এই দেখছিস না চারিদিকে শুধু খুন সন্ত্রাস রাহাজানি , ছেলে মেয়েদের মানুষ করাই দায় । আবেদ , সত্য কথা । শুন আমার ছেলের কাণ্ড  বকিব , সে আবার কি, আবেদ , ছোট রনি এসে বলল আমাকে টাকা দাও। বললাম নেই । অর বাম হাতটা চোখের সামনে তুলে ধরল ।

হুমকি ছাড়ল টাকা বের কর নইলে গুলি খাবে। আমি অবাক অর হাতে খেলনার পিস্তল । রকিব , কথায় বলেনা দেখ দেখা কর্ম শিখ শিখা ধর্ম । এই উন্নত যুগের শিক্ষা । আবেদ, এই গুনে ধরা সমাজ আমাদের পাল্টে দিতে হবে ।

নয়ত নব প্রজন্ম যা দেখবে তাই শিখবে ।   রকিব , আর তর্ক নয় চল সামনে কোথাও বসে চা খাই । হা তাই চল । [ ৩বখা টের প্রবেশ ] ১ম, ছালাম আবেদ। রকিব , অয়ালাই কুম ছালাম , তা তোমরা কারা ।

১ম, ভদ্রলোক বুঝলেন  এই বাজারে যারা আহে তারা আমাগ  , আবেদ রকিবের পেটে গুতু দেয় , এই এদের ভাব সাব ভাল টে কছেনা । এই তোরা কিচাস । পরিষ্কার বল ১ম, আমরা কিদা চাই ভাইজানেরা মাগার বুঝবার পারতাছেনা । এই এলাকায় নতুন আইছেন ত এই তরা ভালা কইরা বুঝাইয়া দে [ ২য় ও ৩য় ঝাপটে ধরবে ] আমরা পটাশ বাহিনীর লোক । এলাকার সবাই এক কথায় আমাগ খরছ যোগায় ।

যিদিন যুদ্ধ হেইদিন কাম । যাউজ্ঞা আবেদ , তার মানে তোমরা চাঁদা বাজ , রঙ বাজ তোমাদের পুলিশে দেয়া উচিৎ । ১ম , বড় বেশি প্যছাল পারতাছেন ভাইজান সুজা অইয়া খারান কষ্ট বেশিক্ষন দিমুনা , । রকিব , বেয়াদব মস্করা করার আর জায়গা পাস্ না তগ [ওরা শরীর থেকে হাতিয়ে নেবে সব ] এইচল প্রস্থান   আবিদ , এটা কি মগের মুল্লুক কিছুই করতে পারলাম্ না । জানিস নামে মাত্র আমরা স্বাধীন আসলে পরাধীন যা কিছু স্বাধীনটা ঐ সন্ত্রাসীদের জন্য বরাদ্ধ ।

ছি ছি এযে লজ্জা বড় লজ্জা । রকিব,এজন্য কি লাখ মানুষ প্রান দিয়েছিল , আমাদের কে অন্যায়ের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে হবে । আবিদ, আজথেকে শপথ নিলাম , [হাতে হাত মিলাবে প্রস্থান]     ২য় অংক ৩য় দৃশ্য আমলার বৈ টক বিষ্টু , আরে মিয়া ভাই কি মনে কইরা । রমিজ, তগ বড় সাবের খুজে , তান কি বাড়িতে । বিষ্টু , হু সামনে ত এলেকশন রমিজ , তা জানি পাজি ঘু ঘু ।

আমারে বিদেশের লোভ দেখাইয়া ...। । বিষ্টু , ও বুঝবার পারছি মিয়া ভাই আকাশে উড়বার চাইছিলা । চিন্তা কইরনা আমার অস্তাদ পাক্কা মানুষ , যেইদা কয় হেই ডা অয় । রমিজ, চুপ কর যারে তুই ভালা কইতাছস হি একটা ধান্ধাবাজ ।

আমলার প্রবেশ , আরে রমিজ যে ভাল আছ বাবা । রমিজ, কেমনে ভাল থাকি চাচা , দার দেনা কইরা টাকা যোগার করলাম । কোণ হদিস নেই । এবার টাকা সব ফিরিয়ে দিন , মা,বুওন দের নিয়ে কেমন করে যে এতটা দিন বেচে আছি তা আপনাদের মত মানুসেরা টের পাবেনা । ।

আমলা , শান্ত হু বাবা শান্ত হ আগে আমার কথা শুন । আমি সব ব্যবস্থা করেই এসেছি ্বুঝলে ,পরে এব্যপারে আলাপ করমুনে এই বিষ্টু চল বাজারে যেতে হবে । বিষ্টু , তাইত মিয়া ভাই , মুই সাচ্ছা কথা কই  একশ একশ ফলে      উভয়ে প্রস্থান রমিজ , কছু যত সব ভাওতা বাজি । বেলির প্রবেশ ] বেলি , আরে তুমি এখানে আমি ত খুজে খুজে হয়রান । বমিজ , মন টা খুব খারাপ ।

আজ আচ্ছা করে বকে দিয়েছি । বেলি , কাকে । রমিজ , তোমার গুণধর আব্বাজান কে । বেলি,   তমার এও বড় সাহস ,সর্বনাশ । রমিজ , মশকরা বুঝলে যাক এবার কি যেন বলবি বল শুনি ।

বেলি , আমরা মনস্থির করেছি বন ভোজন খেলব । রমিজ , সেভাল কথা । আর আমি মনস্থির করেছি কিজান , সামনে শুক্রবার আস্তেছেনা । হু  কাজি অফিসে গিয়ে হুট করে আমরা বিয়ে করে ফেলব । বেলি , যা দুষ্টু কোথাকার ।

প্লিজ চলনা অন্য কোথাও একটু বেড়িয়ে আসি । রমিজ , অন্য কোথাও না এখানে [ বুক দেখাবে ] প্রস্থান ।   ২য় অংক ৪র্থ দৃশ্য[ বাজার তরকারি লয়ে চাষি  ও  আমলার ভাধানুবাধ চাষি , স্যার কিছু লাগবে , জমি থেকে টাটকা সবজী , নেন আমলা , বেশ যা আছে সব এই বেগে ভর[ বেগে ভরে দেবে চাষি  ] এই ল দাম চাষি , স্যার দাম ত কম অইয়া গেল । আমলা    , তাই নাকি তাইলে এক সময় আমার সাথে দেখা করিস বুঝলে । এই বিষ্টু চল আমার আবার তারা আছে ।

বিষ্টু , হু উস্তাদ ইলেকশনে খারাইব বুঝলে তখন এক বস্তা গম পাদাইয়া দিমুনে কেমন চাষি , পেটে নাই ভাত বিরিয়ানি খাওয়ার সাধ , ইতিস পিটিস কম করেন দেন আমার দাম দেন । আমলা ,চুপ একদম চুপ আরেক বার কথা কইলে একচরে সব দাত ফালাইয়া দেব এই ল তর দাম , এগিয়ে আসবে কবির চ, ] এইযেন সাহেব দেখে ত মনে হয় ভদ্রলোক । কিন্তু আচরন টা বেশি ভাল তেকছেনা । আমলা ,আপনি আবার কে ,কি চান সাহেব , এইচাসা ভূষা দের নিয়ে যত জঞ্জাল বুঝলেন , চাষির প্রতি তাকিয়ে] এই চাষার বাচ্ছা চাষা । তর কারি বিক্রি কইরা বড় লোক হবি না ।

তার চাইতে আমার সাতে বিলের আরদে চল ২ দিনে সুখি বানাইয়া ছারমু বিষ্টু , হু বারি গাড়ী তেহা পইসা কিছচুর অভাব অইবনা । এক্কেবারে লালে লাল মানে ফতফদা অই যাইবা । কবির চ, চুপ করেন মিস্টার আপনারা ক্ষমতা ও টা কা র মোহে অন্ধ । মানুষকে মানুষ বলে ভাবেন না । জেনে রাখুন এই চাষা ভূষারাই মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় ।

জাতির মুখে অন্ন তুলে দেয় ,ওরা উৎপাদন না করলে আপনারা ছাই খেয়ে বাছবেন । না খাচা টাঁকা ই গিলে খাবেন , আমলা , সরি চাসি ভাই আমার ভুল হয়ে গেছে , এই বিষ্টু চল । প্রস্থান চাষি , তুমি কে বাবা , তোমার কথা শুনে আত্তায় বড় শান্তি পাইলাম । বাবা বেচে থাক অনেকদিন , পৃথিবীতে ভাল মানুষ এখন আছে , এখন ও[  প্রস্থান কবির চ, অবৈধ টাকা আর ক্ষমতার দাপটে ওরা অন্ধ । মাষ্টারের আগমন , কবি সাহেব একাএকা আবার কোন নতুন কাব্য বানাচ্ছেন নাকি ।

কবির চ, সমস্ত ব্রহ্মাণ্ডের সব কিছু কাব্য বুঝলে ।   সেকথা থাক একটা গুরুত্ত পূর্ণ আলাপ  , আমরা গন সচেতনতার মাধ্যমে সাধারন মানুষকে উদ্ভুদ্য করব , কেমনে অগ্রসর হওয়া যায় সেটা বল । শিক্ষক , কেন সামাজিক সংঘটনের মাধ্যমে । তা বিষয় বস্তু কিকি ক,চ, যেমন ইফ টিজিং । মাদক প্রতিরোধ ।

কুসংস্কার থেকে সত্যর দিকে ধাবিত করা । অন্যায় অত্যাচার ঘুষ দুর্নীতির বিরদ্ধে সোচ্চার । নিরক্ষর দের অক্ষর জ্ঞান সম্পন্ন  , সেবা করা প্রভৃতি ।   শিক্ষক । সে ত মহা মানব দের মত উদ্দ্যুগ ।

তবে বহু বাধা বিপত্তি ঘটতে পারে । ক,চ, এক আল্লাহ ব্যতিত সে ভয়  আমার নেই , আর আমাদের সংঘ টনের নাম দেব , বাংলাদেশ সুচনা মানে সু= সুমতে, চ= চল , না= নাগরিক , সমাজ ।   শিক্ষক , আমার খুব পছন্দ হয়েছে , আজ থেকে সংঘটনের আমি ও একজন । কবির চ, তাহলে হাত মিলাও । উভয়ে প্রস্থান ।

  ৩য় অংক ১ম দৃশ্য    [ বখাটে রাস্তায় মদ গিলবে ] ডাইল দাইল , একদম সরেস , আহ কি মজা । দুনিয়া ডা আজব লাগতাছে , সব যেন দূরে দূরে সরে যাচ্ছে । আসমান ডা ডাকছে গুর গুঁড় । এইত জনাক জ্বলছে , আহ কি সুখ আজিব ম্নে অয় লা লা লা । [ হটাত ঘটকের সাথে ধাক্কা  ] ঘটক , কে কে এই বেটা দেখে শুনে হাটতে পারিস না বদ মাইস।

 বখাটে , দেখব আবার শুনব । হা, হা ,হা , খাবে খুব মজা একটু খেয়ে দেখনা । ঘটক , এযে দেখছি মহা মুশ কিল , উফ কি দুর্গন্ধ । সর সর আমার  ভুমি এসে যাচ্ছে । বখাটে , এইসব ভুলে যান , চলেন মাগার দুজনে মিল্লা বোতল ডা সাবার কইরা দেই ।

ঘটক , এই ছোকরা বেশি বাড়াবাড়ি করবিনা কইলাম , নইলে কিন্তু তকে বউ ছাড়া বিয়ে করিয়ে ছাড়ব বুঝলে । [দুজনে দাক্কা দাক্কি মুহূর্তে পুলিশের হাজিরা ] দারোগা , হ্যাঞ্চ আপ । [ উভয়ে হাত উপরে উটাবে] ঘটক , স্যার দেখেন যাচ্ছিলাম বিয়ে বাড়ি ,শালা মাতাল আমারে কয় ডাইল খাইতে । উফ কি দুর্গন্ধ । আমি যাই নইলে বিয়া বাড়ীর বার ডা বাজব ।

প্রস্থান মাতাল , দারোগা বাবু ছালাম । ভাবছিলাম থানায় গিয়ে দেখা করব । সময় মত দেখা ডা হয়েই গেল । দারোগা , চুপ পাজি কোথাকার , তকে আমি এক্ষনি জেলে পুড়ব । মাতাল , ভদ্র লোকের মত কথা বলুন দারগা বাবু জানেন আমি কে ।

দারগা , জানি জানি তুই একটা সন্ত্রাসী সমাজের ঘৃণ্য কিট মাতাল , বেশি চিক্কুর পাইরেন না কইতাছি । [ পকেট থেকে মোবাইল বের করবে ]  হ্যালো উস্তাদ ছালাম , থানার নয়া দারগা আমার লগে প্যাছাল পারতাছে । জি জি আচ্ছা , এইযেন বাবু কথা কন বসের লগে । দারগা , ছালাম জি স্যার আচ্ছা স্যার কিন্ত স্যার ,জি স্যার স্লামালিকুম । মাতাল , ছালাম দারগা বাবু সময় মত আবার দেখা হবে ।

প্রস্থান পরিদর্শক , বদমাইশ মুটে পেয়ে ছেড়ে দিতে হল কিন্ত্য আমিও দেখে নেব কত লম্বা তর হাত । রকিব প্রবেশ , আবে দ্যস্ত একা একা কি যেন ভাবছিস । নিশ্চই শিকার পালিয়েছে । উপর মহল মানে যারা হাই কমান্ড দেখবে তোকে নিয়ে ওরা পুতুল খেলছে , এই হল মগ দেশ আর আইন । দারগা , টিক একশ ভাগ টিক ।

কিন্তু সমাধান ত কিছু দেখ ছিনা । ভাবি শেষ তক চাকরি টাই না ছেড়ে দিতে হয় । রকিব , আসলে রাজনৈতিক প্রভাবে বিচার ব্যবস্থা ও সাধারন মানুষের ন্যয্য অধিকারকে কুক্ষিগত করেছে অচিরেই এসব বাধা ভেঙ্গে আমাদের সুস্থ সমাজ গ ট ন করতে হবে । দারগা , তাইলে রকিব , সুমতে চল নাগরিক সমাজের সদস্য হও সে আবার কি , র, সব জানবে চল । উভয়ে প্রস্থান   ৩য় অংক ২য় দৃশ্য  মণ্ডলের বৈ টক ঘর মন্দল, বড় খোশ নছিব , বাড়ীতে আজ হাতির পা ।

এই তরা কই জলদি আরাম আয়েশের ব্যবস্থা কর । নেতা , এত ব্যস্ত হয়ার দরকার নেই বুরহু আমার গাড়ি খাড়া । শুধু একটা কাজের জন্য এসেছি বুঝলে । [কানে কানে কিছু বলবে] ম, সে আপনাকে ভাবতে হবেনা এর এক্ষুনি জবাব পাবেন । নেতা , তাইলে এখন চলি , প্রস্থান ] ম, তর এত বড় সাহস আমার উস্তাদের লগে বেয়াদবি তর ভিটায় ঘু ঘু ছরাব।

এই তরা কই এক্ষুনি অর ভিটা মাটি জ্বালাইয়া দে । আর চাষির বাচ্ছাকে এক্ষনি আমার সামনে হাজির কর , যা । ছামচা ২জন , জি উস্তাদ হুকুম তামিল । [ম, পায় চারি করবে , চাষি কে টে নে নিয়ে ছমছাদের প্রবেশ] এই লন উস্তাদ চাষি, ব্যপারি সাব আমি ত কিছুই । ।

ম, বুঝতে পারতাছনা । তর অপরাধ তুই আমাগ নেতা রে অপমান করছস । এইবার তর পিটে লবন লাগামু । ছাল চামড়া তুইলা কুত্তারে খাওয়ামু । [বেত মারবে] চা, হে আল্লাহ আমার কি দুষ , এই কি তোমার বিচার , ।

আইজ জালিমের অত্যাচার আর পাপে ভইরা গেছে দুইনা  , হে আল্লাহ তুমি এর বিচার কর ,বিচার কর । ম, চুপ চউপ গাদ্দার , এই তরা ওকে কুটির সাথে বেধে রাখ । রাত পোহাবার আগেই ওকে দেশ ছাড়া করবি , আমার নেতারে অপমান । প্রস্থান     [ অরা চাষি কে রসি দিয়ে বাধবে ] চা, পানি পানি , কে আছ আমাকে একটু পানি দাও , বুকের ছাতি ফেটে যাচ্ছে । হে খোদা তুমি তুমি আমার ময়নারে বাচাও , ছামছা , [পানির পাত্র লয়ে মুখের নিকট রাখবে আবার ফেলে দেবে ] এই লন পানি আহরে সব ত পিরা গেল ।

আবিদের প্রবেশ , চুপ হারামির দল । জি মানে এয়া । [ অরা পালাতে উদ্যত ] চুপ আর এক পা নর বিনা লাটি দিয়া তগ ট্যাং ভাইংগা দিমু । রকিব ও দারগার প্রবেশ }বেশ সময় মত ই এসে গেছ তোমরা । [অরা চাষির বাধন খুলে অদের কে বাধবে ]  রকিব , তুমি টিক আছ ত চাষি ভাই ।

চা, আমার বাচা মরার কথা থাউক আগে আমার মেয়ের জীবন বাচান, অযে  ভাংগা কুটিরে পড়ে আছে আমার পথ চেয়ে , অর শইলে জ্বর । পেটে নাই দানা পানি । আবিদ , চামছাদের রিমান্ডে নিয়া জান দারগা বাবু গুরুত্ত পূর্ণ তথ্য বেরিয়ে আসবে । আর রকিব ডাঃ মশায় চলুন চাষি ভাইদের বাড়িতে । সকলে প্রস্থান , ৩য় অংক ৩য় দৃশ্য , [আমলার হাবা ছেলের সাথে জামিল চাষির মেয়ের বিয়ে ] বিয়ে বাড়ি ঘটকের কুশল , স্লামালিকুম  কাজি সাহেব ।

কাজি ,  উকিল বেটা ছালাম টা একটু সুদ্ধ কইরা লইবা বুঝলে তা পাত্র পক্ষ ও পাত্রি পক্ষের অবিভাবক তাগ রে ডাক,  আমার আবার তারা আছে । ঘ,এইত সবে এসে পড়েছে ।   [কাজির সাথে আমলার করমর্দন ]  আ, দেরি করবেন না কাজি সাহেব সামনে নির্বাচন ত অনেক কাজ পড়ে আছে । তা উকিল মেয়া বেয়াই সাবকে দেখছিনা যে । জামিল , এইত আমি আপনাদের খেদমতে , এবার মত দিলেই বিয়ে পরানো হবে।

কাজি, জামাই বাবাজি এদিকে আস , কাছে বস । বড় । আব্বাজান আমি বিয়া কব্ব । ঘটক , ভাইজান চুপ থাকেন যা করবার কাজি সাহেব করবে । কাজি , আলহামদুলিল্লাহ , কাজ আরম্ভ করি তাইলে কেমন।

ঘটক , জি মানে একটু ঘাপলা আছে আর কি কাজি, আমতা আমতা করছ কেন ,যা বলার পরিস্কার বল । চা, জি কাজি সাব আমি বলছি , আমার মেয়ের যৌতূক ধারয্য ছিল ১লক্ষ টাকা। সব যোগার করতে পারিনাই , বেয়াই যদি আমারে কিছুদিন সময় দেন । আ, আমার সাথে মস্করা , এবিয়ে হবেনা । এই তরা চল ।

চা, দোহাই বেয়াই সাহেব এত বড় ক্ষতি আপনি করবেন না । ভিটা মাটি বিক্রি কইরা আজই সব টাকা যোগার করুম । তবু আমার মাইয়ারে কষ্ট দিবেন না ।  কাজি , আপনারা শুনেন , ক্যাইছ টা বড় জটিল । জানেন যৌতূক দেওয়া ও নেওয়া উভয়েরই সমান অপরাধ ।

আমি এমুন বুজ রকি জানলে এইহানে আই লাময়না । অয়াস্তাগ ফিরুল্লা সব খানেই ভেজাল । বর , আব্বা জান আপনারা চইলা জান আমি আমার বউ রে একলাই বিয়া করুম, ঘটক । হ্যা হ্যা ছুবাহান আল্লাহ ভাইজান মজার কথাই কইল , লক্ষন ভালা অইলেই বাচি ,আল্লাহ তুমি রহম কর । আ, বেয়াই সাহেব সরি , ভুলটা আসলে আমারই হয়েছে এজন্য মাফ চাই ।

কাজি সাব দোয়া করুন । কাজি , আলহামদুলিল্লাহ । [ আনুসটানিক মিষ্টি মুখ সেরে উভয় বেয়াই কুলাকুলি করবে ] বেয়াই চলেন আমরা ঘরে যাই । হা তাই চলেন , সবাইকে নিয়ে প্রস্থান ।   ৩য় অংক ৪র্থ দৃশ্য [কলসি লয়ে এক রমনির আত্ত হত্যার চেষ্টা ।

রকিবের বাচান ]কে কে ওখানে । আরে আরে  এযে দেখছি কি । লক্ষন ত ভাল মনে হচ্ছেনা । এই মেয়ে এদিকে এস ,এদিকে এস বলছি । মহিলা , না না আমি কারও কথা শুনবনা আমি মরে যাব  আমি মরে যাব ।

তবেই আমার মুক্তি । [ঝাপ দেয়ার সময় ধরে ফেলবে] রকিব , চুপ পাগলী একদম চুপ , এত সহজে মানুষ পরাজয় বরন করতে পারে সেটা আমার জানা ছিলনা বোন । ব। । , তুমি আমাকে কেন বাচালে ভাই কেন কেন ।

কান্না । রকিব। ওরা জিতে যাবে তুমি মরলে বরং সত্য উদ্গা টন করে এর উচিৎ শাস্তি বিধান করব । বলকাহিনীটা কি শুনি । ম, আমি এক হত ভাগ্য বাবার একমাত্র সন্তান।

বাবা আমাকে আয়েশ করে বড় ঘরে বিয়ে দেয় । বিয়ের কিছুদিনের নধ্য স্বামী বিদেশ চলে যায় । সংসারে শুরু হয় শাশুড়ির নির্যাতন । বাবা জানতে পেরে আমাকে বাড়ী নিয়ে আসে । কিছু দিনের মধ্য একটা চিটি পাই ,খুলে দেখি দিবুস লেটার ।

উকিলের মাধ্যমে কোটে দাঁড়ালাম । কিন্তু কোণ ফল হয়নি । পশুটা আবার বিয়ে করে বিদেশ চলে গেছে । মাকে জন্মেই হারিয়েছি এই শুঁকে বাবা এখন পাগলের মত প্রলাব বকে । পাড়া প্রতিবেশি আমাকে দেখতে পারেনা ।

অপয়া ভাবে আমার মুখ দেখা নাকি ওদের জন্য অমংগল । বলুন তার চাইতে মরে যাওয়া কি ভাল নয় । রকিব । এত কুসংস্কার , আচ্ছা ও কিচ্ছুনা আবার সব টিক হয়ে যাবে । রমিজ ও বেলির প্রবেশ, ছালাম ভাইয়া রক্কিব , ওয়ালাইকুম ছালাম ।

   তা কি বিষয় , রমিজ, জি মানে আমরা সুচনা সমাজের কাজে মাটে নেমেছি । বেলি , শুক্রবারের লং মার্চে আপনিও থাকবেন কিন্তু । রকিব । অবশ্যই থাকব। অই যে মহিলাকে দেখছনা তোমাদের আরেক বোন সমাজে নির্যাতিতা ,তাকে কেন্রে নিয়ে যাও ।

বেলি । নাম কি বোন । ম, সাদিয়া । আপাতত আমাদের এখানে থাকবে , পরে একটা কাজ জুটিয়ে দেব । সাদিয়া ।

জি আচ্ছা রকিব , মন দিয়ে কাজ কর । ইনশাল্লা গুনে ধরা সমাজ আমরা বদলে দেব । প্রস্থান রমিজ , দুনিয়ার মজলুম বেলি, এক হও । শিশু শিল্পিদের প্রবেশ , গান মহরা প্রভৃতি করাবে সম্মিলিত লোক সংগীত । শত রুপে অপরূপা আমার এ দেশের ডালী আমরা বাঙ্গালী অমন আমরা বাঙ্গালী ।

কবি নজরুল রবিন্রনাথ ,জসিম উদ্দিনের দেশ শিল্পি  হাছন লালন আব্বাস আলিমের দেশে গায় রে  বাউল আউলা কেশে একতারা বাজাইয়া নাছে দর্শক শ্রুতা দেয় তালি ঐ শাহ জালাল আউলিয়ার দেশে মুর্শিদ অলি সাধক কতই আসে ফুলে ফলে এদেশ সাজে লয়ে মায়ের পদ ধুলি ঐ প্রস্থান । ৪র্থ অংক ১ম দৃশ্য আমলার গোপন বৈঠক ঘর সাংকু । তোমারে কইছিলাম ওর ভব লিলা সাঙ্গ কইরা আসতে , সেখবর কি সাংকু ,  আরেক জনের চিন্তা বাদ দিয়া নিজের কথা ভাবেন, উস্তাদ আর বাছন যাইবনা আমাগ কুকীর্তি সব ফাস অইয়া গেছে । এখন কি হবে । আমলা, সে ভাবনা তোমার না, কিছুদিনের জন্য তোমাকে বিদেশ পাটিয়ে দেব ।

 সাংকু। কিন্তু আ, কোন কিন্তু নয় । মাত্র কয় ডা দিন আড়ালে থাকবা । আমাগ দল ক্ষমতায় এলেই তোমাকে ঘরে নিয়ে আসব সা, উস্তাদ বড় বিশ্বাস করে সেদিন আপনার কথা গুলু মেনে নিয়েছিলাম । স্বপ্ন ছিল অর্থনীতিতে পি এইচ ডি অর্জন করব কিন্তু আজ ভাগ্যর কি নির্মম পরিহাস ফেরারি হয়ে দেশ ছারতে হচ্ছে, সব আপনার জন্য।

আপনার জন্য আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে । আজ মনে হয় এতদিন অন্ধকারে পথ চলেছি । আমি সে অন্ধ কার থেকে বেড়িয়ে আসতে চাই । প্রস্থান আ, কেবান শুনলে ও একটা আস্ত বদ মাইস বুঝলে ,অর উপর নজর রাখবি , আর শুন[ কানে কানেবল্বে ] কিপারবিনা কেবান। আলবৎ এয়ামার জন্য ১,২ ব্যাপার ।

সময় মত ফল পাবেন । মন্দলের প্রবেশ । সর্বনাশ মশাই , চারিদিক থেকে এখন আমরা আটকা । বুদ্ধি মাথায় কিছুই আসছেনা ধরা খাইলে নির্ঘাত ফাস আমলা। বুদ্ধি একতাই কিছুদিন ছাইপা থাকতে অইব ।

সময় মত দাদ নেয়া যাবে । ম, তা মন্দ নয় দেখি তব লিগের সাথে মিশে হজে যাইতে পারি কিনা । আ, তা তমার ছেলে কি করে ম, অর্থনীতিতে এম এ পড়ছে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে । আ, নাম কি জেন । ম, রগু মণ্ডল ।

আ, উফ তুমি এখন যাও আগামী মিটিং এ এস । যাথাকে কপালে তাই হরে । ম; আচ্ছা চলি প্রস্থান আমলা, কিছু ভেবে পাচ্ছিনে স ব আউলা , প্রস্থান     শেষ দৃশ্য  বাংলাদেশ সুচনা সমাজের জনসভা , সভাপতি , কবির চ। সঞ্চালক , রমিজ ও বেলি সহযোগী , শিক্ষক , রকিব আবেদ , কুসুম ও শিল্পি সমাজ । সঞ্চালকের ঘোষণা ও সুচনা সংগীত প্রিয় বন্ধু গন বাংলাদেশ সুচনা = সুমতে চল নাগরিক সমাজের পক্ষ থেকে একরাশ সংগ্রামি শুভেচ্ছা ও ফুলেল অভিনন্দন আজকের এ সভায় সভাপতিত্ত করবেন এতদ অঞ্চলের বিশিষ্ট কবি জনাব মোঃ সুলতান কবির মিয়া শিক্ষক , সবার পক্ষ থেকে উক্ত প্রস্তাব সমর্থন করলাম ।

সকলের হাত তালি [ বেলি ও অন্যান্যরা মালা একে একে মালা দেবে ] এখন তিনি শুভ উদ্ভু।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.