আমাদের কথা খুঁজে নিন

   

আঁধার

আঁধার দু’চোখে আলো আসে না, এখন শুধুই আঁধার জীবনের স্বপ্ন গুলোর বিনাশ হয়ে নেমে এসেছে আঁধার জানাই তাকে সাধুবাদ। যে স্বপ্ন হারায় দুঃস্বপ্নের পথে, বিদায় জানাই তাকে তার সেই আপন পথে, করবো আলিঙ্গন আঁধারকে, জানিয়ে বিদায় আলোকে। যে জ্যোতি হারায়েছে, সে’তো ফিরে পাবার নয়। আজ পৃথিবীর পরতে পরতে আঁধার যেটুকু আলো আছে, সে ও তো আঁধারের প্রতিচ্ছবি তাই আমরা মাতি উল্লাসে, সেই আঁধারের বুকে। দাবানলে পুড়ে অরণ্যে, থাকে শুধু আঁধারের ছাই আঁধার যে আজ শ্বাশত তাই বুঝায়। রক্তাক্ত হৃদয়ের রুধির ধারা বেঁধেছে জমাট দেখো ঐ আঁধার নিয়েছে তার বুকে ঠঁাই। রোগে-শোকে আসে ঘনিয়ে আঁধার নয়নে মানুষ মারা যায়, ঠাই হয় মৃত্তিকার গহ্বরে আঁধারের টানে। মহাসাগর রয়েছে রহস্য হয়ে আঁধারের মাঝে হারাবো আমি সাগরের সেই প্রবাহ শৈবালে আঁধারের মাঝেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।