আমাদের কথা খুঁজে নিন

   

আঁধার

সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া । আবার এসেছে আঁধার ,এই হিজল বনে, ঘোর অমানিশায় ঢাকা এই আঁধার , মৃত চাঁদের বুকে,ডানা কাঁটা পাখির, সয়ে যাওয়া সব অত্যাচার, ঢেকে দিতে এই আঁধার । ধরণীর সব আজ বর্ণ-বিবর্ণ, বিকেলের শেষ আলো ছিলো তখন, নীড়ে ফিরে যাওয়ার চিরা চরিত সেই পথ , সে পাখিটি বড় ক্লান্ত। মিষ্টি রোদে জলে তার ডানা ঝাপটানো সেই শিল্পময় ছায়া, আর নীড়ে অপেক্ষায় থাকা,নাড়ির বাঁধনদের জন্য জমানো অন্ন আর মায়া, সব নিয়ে ফিরছিল। হঠাত শুনতে পাই,বুলেটের গর্জন, আর মাটি কামড়ে সেই ডানা ঝাপটানো শব্দ শিকারীর অনুসন্ধিতসু চোখে তখন উচ্ছাস। এই উচ্ছাস শব্দময়, প্রকৃতি তখন এরকম আগত অনেক শব্দময় উচ্ছসিত দিনের অপেক্ষায় ভীত, তাই তার আলোকে বড় ভয়, আর এই আঁধারে, প্রকৃতি প্রতিনিয়ত, জল জোস্নায় কান্নার অভিশপ্ত রাস্তায় হেঁটে পালানোর পথ খুঁজে হারায়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।