মায়ের গর্ভ , কবর , ছায়া । এদের মধ্যে এক অসাধারণ মিল । সবার মধ্যেই রয়েছে আঁধার । গর্ভ - মানুষের দেহ অধ্যায়ের শুরু । কবর - দেহ অধ্যায়ের শেষ ।
ছায়া - সব সময় সাথেই আছে । মানুষ আঁধার ভয় পায় ।
আঁধারে ছায়া মৃত, আবার আলোতে ছায়া জীবিত । কারণ মানুষকে জানানো , আঁধার তোমার সাথেই । তাই তুমি আলোকিত হও ।
মানুষ আঁধার ভয় পায় । অথচ যার একটা অধ্যায়ের শুরু ও শেষ আঁধারেই ।
যখন মানুষের অন্তর জ্ঞানে পূর্ণ হবে , তখন সে ভয় পাবেনা । কারণ সে তখন জানবে । আর এটাই সৃষ্টির উদ্দেশ্য ।
আলোকিত হও । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।