আঁধার.....গভীর....... কালো......ভয়ংকর কি?বুঝতে পারিনা। শুধু শুনতে পারি......আঁধারের শব্দ।
শব্দ!! আঁধারের আবার শব্দ হয় নাকি?
কি জানি? আমি তো আঁধারের কেবল শব্দ ই শুনতে পাই। তোমরা তাকে বলো কালো..... গভীর কালো....আমি তাকে শুধু শব্দ দিয়ে অনুভব করতে পছন্দ করি... এক টানা...... ঝিঝি...... ঝিঝি...... ঝিঝি.....
ওহ... বুঝতে পেরেছি। ঐটা তো আঁধারের শব্দ না।
ঝি ঝি পোকার শব্দ। বাঁশ বনে বেশি শুনতে পাওয়া যায়।
যাই বলো, আমি তাকে আঁধারেরই শব্দ বলব.. অদ্ভুত !! আঁধারেই তো ঝি ঝি পোকারা ডাকার আনন্দ খুঁজে পা্য়। আঁধার তাদেরকে ডাকতে শেখায়
মন খুলে গান গায়।
তুমি জোনাকিদের দেখেছো? আঁধারেই তাদের বেশি সুখ মনে আনন্দের পাখা মেলে জোনাকের দল, তাদের সর্বস্ব দিয়ে, যা আছে তাদের তাই নিয়েই, সাজিয়ে দেয় আঁধারকে।
আঁধারবিহীন জোনাকির আলো চিন্তা করতে পারো ?
আঁকাশের তারাগুলি কে দেখেছো? সন্ধ্যা হতেই হাসতে হাসতে একে একে জেগে উঠে। আঁধারকে পছন্দ করে বলেই তো! ইচ্ছামতোন ইচ্ছেপরীরা তাদের আঁধারকে রাঙায়। বিনাসুতোয় মালা গাঁথে। দেখেছো কখনো?
নিজেকে মাঝে মাঝে তাই জোনাকের দলে ভেরাতে ইচ্ছা হয়। বনের মাঝে উল্লাসের পাখা মেলে দিয়ে, আঁধারের সাথে মাখামাখি.....
সেদিন পুকুরপাড়ে দুইটা নারিকেল গাছ দেখছিলাম আঁধারবেলা
জড়াজড়ি করেছিলো।
তাদের পাতাগুলি এমনভাবে বাতাশে দোল খাচ্ছিল
মনে হচ্ছিল দুজন মিলে ঘোড়া হাকিয়ে বেড়াচ্ছে। কোন নিরুদ্দেশে....অনন্তের পথে। যেন গভীর মিতালী। ভালোবাসা দুজনের....
আলোকবেলায় লজ্জা পায় দুজনে। আঁধার ছিলো বলেই দেখতে পেলাম।
বৃক্ষের পরস্পর প্রেম।
আজকে দেখো আবার বৃষ্টি হচ্ছে। রিমঝিম রিমঝিম এই আঁধার বেলা। নাকি টিপটিপ টিপটিপ!!! যাই হোক। শব্দটা মন কাড়া।
আঁধারের সাথে মাখামাখি এ শব্দের। তাইতো শুনতে অসাধারন লাগছে। বৃষ্টি মেয়ের আঁধারবেলার মন খোলা নৃত্য..........।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।