আঁধার আমার ভালো লাগে না
-ভালো লাগে নাকি কারো?
-জানি না। হয়তো কারো কারো ভালো লাগে?
-তোমার উদ্ভট প্রলাপ যতো
- প্রলাপ নয় সুনীতা। কারো কারো ভালোলাগে বলেই না
আঁধারের সৃষ্টি করেছেন বিধাতা
-অত্তোসব জানি না, এবার বাদ দাও আঁধারের গল্প
-বাস্তবতাকে গল্প হিসেবে মেনে নিতে পারো তুমি?
-পারি বলেই তো আঁধারের মাঝে বসেও আলোর গল্প শুনতে চাই
-কিন্তু আমি যে পারি না সুনীতা।
-কেনো পারো না?
-আঁধারে থাকতে থাকতে আমরা দুজনই তো অন্ধকারের
মূর্ত প্রতীক হয়ে গেছি
-তাই বলে আলোর সন্ধান করবো না?
-না কখ্খনো না। ও ব্যাটাকে ভিঁড়তে দেবো না আমাদের কাছে।
-কোনো?
-আলো নেই বলেই তো কষ্টের কালো কেউ দেখতে পাচ্ছে না।
-ওটাতো কাউকে দেখাতে চাই না, অনিন্দ। দরকার নেই আলোর।
অপ্রিয় কালোতেই না হয় কাল কাটাবো দুজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।