মকরক্রান্তি রেখায় ছোট ছোট ফাটল সেখানে তোমাকে বসিয়ে রেখেছি । পূর্বাশার পাপেট ফুলে সাজিয়ে দিয়েছি তোমার পুরোটাই ; ডানে বায়ে একটু ঘুরে গ্লোবটা এবার সাঁতরায় , কাদা কাদা কৌশলে গড়াগড়ি খায় । নিজের ভেতর থেকে বের হয়ে দেখে যাই ঐহিক মাটির আর্ট । অভিমানে তুমি ঠোঁট বাঁকালেও জেনে রেখো- চতুর কবি বুঝে গেছে নারীর চেয়েও মধুর বেশি ঐ মৃত্তিকা সঙ্গম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।