এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
বহুদিন পরে আজ
দাঁড়িয়ে আছি প্রিয়
সেই সুগন্ধা নদীর ধারে
নদীর পানি চুইয়ে
সোদা মাটির গন্ধ এসে
লাগছে নাকে বরাবারে
মনে পড়ছে শৈশবের
কাঁদা মাখামাখি
বন্ধুর হাতের তুড়ি
কলা গাছের বরখের
উপর ছেলেবেলার চড়ুইভাতি
খালি পায়ে সেই মাটির
উপর খানিক পদচারনায়
মনের মাঝে সৃষ্টি হতো
নতুন নতুন ভাবনার
হে মাটি তুমি কেন এত শীতল?
এই সকল মানুষ সৃষ্টিতো তোমাকে দিয়েই
তবে কেন তারা ছড়াচ্ছে তপ্ত গোলা?
ভেঙে ফেলছে শৈশবের সুখ স্মৃতি
আনন্দ মিলনের মোহনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।