পবিত্র রমজান মাসে এক শ্রেণীর ভারতীয়ের মধ্যে দুবাই যাত্রার হিড়িক পড়ে যায়। তাদের কাছে এটা সিয়াম-সাধনার মাস নয়, ‘বাণিজ্যিক মওসুম। ’ কাড়ি কাড়ি টাকা নিয়ে ফেরে, কায়িক পরিশ্রম বা কোনো ব্যবসা করে নয়, ভিক্ষা করে। রমজান মাসে মুসলমানেরা দান-খয়রাত করে উদার হাতে, এই সুযোগটি তারা বেশ ভালোভাবেই কাজে লাগায়।
অনেকে ধরাও পড়ে, এ বছরই দুবাই পুলিশ এ পর্যন্ত ১৩১ ভারতীয়কে গ্রেফতার করেছে।
একটি সূত্র জানায়, পেশাদার ভিক্ষুকই নয়, সারা বছর অন্য পেশায় কাজ করেন, এমন অনেকেও এই মাসে ভিক্ষা করতে দুবাই চলে আসেন।
এক যুবক বেশ গর্ব করেই জানিয়েছেন, তিনি কয়েক দিন আগে মাত্র ১০ মিনিট ভিক্ষা করে ১২ শ’ দিরহাম কামাই করেছেন।
দুবাইতে গ্রেফতার হওয়া ভারতীয়দের পরিচয় জানা যায়নি। তবে তাদের সবাই ভারতীয় পাসপোর্টধারী, তারা ৪৫ দিনের জন্য ভিসা সংগ্রহ করেছিলেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, তারা তামিল নাড়–, বিহার, উত্তর প্রদেশ ও আসাম থেকে সেখানে গিয়েছিলেন।
তাদেরকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
শুধু দুবাই নয়, পবিত্র রমজান মাসে বাহরাইন, মাস্কট ও কাতারও ভিক্ষা-বাণিজ্যের জন্য পরিচিত স্থান।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।