আমাদের কথা খুঁজে নিন

   

দুবাইয়ে জাতীয় শোক দিবস উদযাপিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুবাই কনস্যুলেট এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্মৃতিচারণ করেন বক্তব্য প্রদান করেন দুবাই কনস্যাল জেনারেল মাসুদুর রহমান, বিমানের কান্ট্রি ম্যানেজার সৈয়দ আহসান হোসেন কাজী, জনতা ব্যাংকের ম্যানেজার মসিউর রহমান, বিজিনেস কনসাল নুর মোহাম্মদ, দুবাই আওয়ামীলীগ সভাপতি কাজী শাহজাহান, দুবাই যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সভাপতি মোহাম্মদ আলী, দুবাই বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মহি উদ্দিন, মাজহার উল্লাহ মিয়া, আবু হেনা, মামুন সরকার, সেলিম উদ্দিন চৌধুরী। এছাড়াও আরব আমিরাতের বিভিন্ন বিভাগের আওয়ামীলীগ ও যুবলীগের  সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য প্রদান করেন।

বক্তরা বলেন, ‘দেশকে অর্থনৈতিক মুক্তি এনে দিতে হলে অবশ্যই সবাইকে মুজিবের আর্দশের অনুসারী হতে হবে। মুজিব ছিলেন এবং থাকবেন প্রতিটি বাঙ্গালীর অন্তরে।

দেশের মানুষ যে যার আর্দশে বিশ্বাসী হোক না কেন, বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে শ্রদ্ধার সাথে, কারণ এই বাংলাদেশ তাঁর হাতেই গড়া। দেশ-মাতৃকাকে রক্ষায় সবাইকে অপ-শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ’  সকালে অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা অর্ধ-নির্মিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর দুবাই কনস্যুলেটের একটি হল রুমে কনস্যাল জেনারেলের অনুমতিক্রমে ভাইস কনসাল আসিফ মাহমুদ পরিচালনা অনুষ্ঠানে শুরু হয়। উক্ত সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী হুবহু পাঠ করে  শোনান কনস্যাল জেনালের মাসুদুর রহমান, ভাইস কনসাল নাসরিন জাহান ও ভাইস কনসাল কৃর্তী শর্মা।

এসময় আবুধাবী, দুবাই, শাহরজা, ফুজিরা, রাস-আল-খাইমা, আজমান সহ আরব আমিরাতের সব বিভাগের আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠেনর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.