আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
যেভাবে কথা হয়-
ভাই আর কি বলব!
৩ লাখ টাকা দিয়া এসেছি। ১০,০০০ টাকা মাসে বেতন। আসার সময় বলেছে ৩ বছরের কন্ট্রাক্ট। এখন শুনি ১ বছর। সকাল ৬ টায় বাসা থেকে বের হই।
৭ টায় অফিসে থাকতে হয়। ৭.৩০ মিনিটে আলোচনা হয়। বস সাবার সাথে কথা বলে। ৮ টা থেকে কাজে যোগ দেই। নাস্তা খাওয়া ৭.৩০ টার ভিতরে শেষ করতে হয়।
দুপুরে ১ ঘন্টা বিরতি। ৩০ মিনিট ভাত খাই আর ৩০ মিনিট ঘুমাই। কাজ করা যায় না এত রোদ্রে। তাও করি । না করে উপায় নেই।
দুপুরে বিদেশি খাবার একেবারেই ভাল লাগেনা।
রাত ৮ টায় কাজ শেষ। সারে ৮ টায় আবার সবাই একসাথে বস কথা বলে। রাত ৯ টায় বাসায় যাওয়ার গাড়ী। বাসায় যেতে যেতে ১০ টা বেজে যায়।
রাতে ভাল খাবার নেই। ক্যাম্পে কেরালা খাবার দেয়। কেরালা খাবার বলতে ইন্ডিয়ান কোন খাবার বুঝানো হয়েছে। দেশী খাবার ভুলেও রান্না করেনা।
এখানে কথা হলো, এই ক্যাম্পে বেশীর ভাগ মানুষই বাংলাদেশী।
তাহলে কেন এ ধরনের খাবার দেওয়া হবে। কেনই বা বাংলাদেশী খাবার দেওয়া যাবেনা। এসব ব্যাপারে দেশের শ্রমীক ভাইরা কার কাছে যাবে। এসব ছোট ছোট সমস্যার কি কোন সমাধান নেই?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।