আবারও মিসবাহ্-উল-হক ও ইউনুস খানের ব্যাটেই লড়াই করছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে এখনো ৯১ রানে পিছিয়ে দেশটি। হাতে রয়েছে ৭ উইকেট। ১১৩ রানের অপরাজিত জুটি গড়ে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুই ব্যাটসম্যান মিসবাহ্ ও ইউনুস। উভয়েই হাফ সেঞ্চুরি পূরণ করেছেন।
দিন শেষে ইউনুস খান ৬২ আর মিসবাহ্ ৫৩ রানে অপরাজিত ছিলেন। এর আগে দিনের শুরুতে শ্রীলঙ্কা আগের দিনের ৩১৮ রানের সঙ্গে কাল আরও ৭০ রান যোগ করতেই ৬ উইকেট হারিয়ে ফেলে। তার পরেও প্রথম ইনিংসে পাকিস্তানের ১৬৫ রানের জবাবে ৩৮৮ রান করে লঙ্কানরা। ১২৯ রানে আউট হয়েছেন মাহেলা জয়াবর্ধনে। ২৭৮ বলে ১৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
আগের দিনের ৪২ রানের সঙ্গে কাল আর কোনো রানই যোগ করতে পারেননি শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। সকালে লঙ্কান দলপতিকে দিয়েই উইকেট শিকার শুরু করে পাকিস্তানি বোলাররা। তারপর মাহেলা জয়াবর্ধনে এক পাশ আগলে রাখলেও অন্য পাশ থেকে প্রসন্ন জয়াবর্ধনে ও রঙ্গনা হেরাথ সাজঘরে ফিরে যান। শেষ দিকে বড় কোনো জুটি গড়তে না পারায় ৩৮৮ রানেই থেমে যায় লঙ্কানদের ইনিংস। পাক বোলার জুনায়েদ খান নিয়েছেন ৩ উইকেট।
সাইদ আজমল ও রাহাত আলী নিয়েছেন ২টি করে উইকেট। প্রথম টেস্টেও বিপর্যয়ের মুখে এ দুই ব্যাটসম্যানের লড়াকু জুটিতেই আশার আলো দেখেছিল পাকিস্তান। আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে মিসবাহ্ ও ইউনুস ২১৮ রানের জুটি গড়ে দলকে নিরাপদে পেঁৗছে দিয়েছিলেন। কিন্তু দুবাইয়ের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।