গত বছর দুবাই চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে এই বার্ডিচের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন ক্যারিয়ারে রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার। এর পর একের পর এক পরাজয়ে র্যাঙ্কিংয়ে আট নম্বরে নেমে গিয়েছিলেন।
নোভাক জোকোভিচকে ২-১ সেটে হারিয়ে টুর্নামেন্টটির ফাইনালে ওঠার পথেই দেখা মিলেছিল পুরানো ফেদেরারকে।
শনিবার ফাইনালে প্রথম সেটে অবশ্য ফেদেরারকে ৬-৩ গেমে হারান চেক তারকা বার্ডিচ। দ্বিতীয় সেটে ফেদেরার দেখা দেন তার পুরানো রূপে। পর পর দুটি এইস পেয়ে ব্রেক পয়েন্ট বাঁচিয়ে ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতে নেন ফেদেরার। এর পর ৬-৩ গেমে তৃতীয় সেট জিতে দুবাই চ্যাম্পিয়নশিপে নিজের ষষ্ঠ শিরোপা জিতে নেন এই সুইস কিংবদন্তি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।