এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রীয় কাজে ড্রোন ব্যবহারের মাধ্যমে রাস্তার ট্রাফিক সিগনাল পর্যবেক্ষণ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র আদানপ্রদান করা যাবে। এছাড়া মানুষের প্রয়োজন অনুযায়ী দ্রুত রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করতে ড্রোন ব্যবহারের করা হবে।
তিনমাস ধরে এ প্রযুক্তি নিয়ে গবেষণা করেছেন প্রকৌশলীরা। ফলাফল ইতিবাচক হলে শিঘ্রই দুবাইয়ে ওই প্রযুক্তি পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। এ সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ এক বিবৃতিতে বলেন, “কেউ রাষ্ট্রীয় সেবা পাওয়ার জন্য আমাদের কাছে আসার আগেই আমরা তার কাছে পৌঁছে যেতে চাই।”
ড্রোন ব্যবহার করে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ কাগজপত্র পাঠাতে গুগল ম্যাপ ব্যবহার করা হবে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ডকুমেন্ট গ্রহীতা সম্পর্কে নিশ্চিত করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।