আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তার রাণী!

মহা আয়েশে তিনি শুয়ে আছেন, নাহ্ কোন আরাম দায়ক ফোম বিছানা বা কোন ফুলের শুভাসিত বিছানায় নয়। ডাস্টবিনের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার মধ্যেই মহা আয়েশি ভংগিতে তিনি শুয়ে আছেন। মোবাইলে ছবি তুলতে গেলে তার আরো ভাব বেড়ে যায় একটি পা আলতো করে আরেকটি পায়ের উপর তুলে ফেলেন। মুখের কাছে আবর্জনা নিয়ে খিলখিলিয়ে হাসেন। এমন আবর্জনার পাশ দিয়ে আমরা সাধারনত নাক টিপে দ্রুত হাটি কিন্তু তার কোন ভ্রক্ষেপ নেই। হয়ত তার ব্রেনে কাজ করছে না! ডাক্তারী ভাষায় ব্রেন হেমারেজ, সাধারন ভাষায় পাগল! একটি কথা আমি প্রায় সবাইকেই বলি মাথার ব্রেন যদি ঠিক থাকে তবে কাজটা/কমিটমেন্ট/এখন যেমন আছি, সবই থাকবে। ব্রেনে কাজ না করলে আমার করার কিছু নাই! হয়ত তারও করার কিছুই নেই সবই ব্রেনের খেল! আসুন রাস্তার রাণীর কিছু ছবি দেখি ছবিগুলো গতকাল (১০.০৮.২০১২) তারিখ মৌচাক দেশ টিভি অফিসে যাওয়ার আগের গালিতে ডাস্টবিনের পাশে তোলা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।