রাস্তায় পড়ে আছে যে শিশুটি
যার নেই কোন পরিচয়
নেই কোন ঠিকানা,নেই কূল
এদের দেখে আমাদের কি কোন অনুভূতি হয়?
আমরা যারা নিজেদের সভ্য মানুষে
পরিচয় দিতে ভালবাসি
শিশুটিও সেই আমাদেরই অংশ
সেও বাস করে,যেথায় আমরা থাকি।
আমরা কি পারিনা এদের আপন করে নিতে
পারিনা সান্তনা দিতে ছুয়ে তাদের চূল
কেন পারবনা,যদি হই সভ্য মানুষ
এই পরিনতিতে শিশুটির তো নেই কোন ভূল।
আমাদের সভ্য সমাজেরই কোন বাসিন্দা
যে নাকি শিশুটির জন্মদাতা
ক্ষনিক দুষ্ট লালসা পুরন করতে গিয়ে
পৃথিবীতে এনেছে এই ফুটফুটে জীবনটা।
আসুন না আজ হাত বাড়িয়ে দাড়াই
অসহায় এদের পাশে
আপন করে কাছে টেনে নিয়ে
সূয্র উদয় করি এদের আকাশে।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।