আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... রাস্তার মেয়েটার শরীরটাকে আমি ভালবাসি মাঝে মধ্যে ওর দিকে দু'চার টাকার নোট বাড়াই- জানি, এই করুনার পেছনের কাহিনী ওর দেহখানী। আমি জানি আমার মাঝে লুকিয়ে আছে এক পিচাশ পিচাশটা কখন জেগে ওঠে! আমি ভীত আজ.. যেদিন পিচাশটার আড়মোড় ভাঙ্গবে- আমি বিবেক হারাবো। যদি চার চোখ মেলে তাকায়, আমার দৃষ্টি ওর ঠোঁটের শুষ্কতাও কেড়ে নিবে। পিচাশটা যেদিন উলধ্বনি দিবে, আমার কল্পনা ওর দেহে কামড় বসাবে। যদি হেসে ওঠে, ওর চিৎকারে কেঁপে উঠবে সাবই। মাঝে মধ্যে ওর দিকে দু'চার টাকার নোট বাড়াই। আমি জানি আমার মাঝে লুকিয়ে আছে এক পিচাশ সেই পিচাশটাকে মারার জন্য আমি বাঁচব আজ। রাস্তার মেয়ে তুমি ভয় পেয় না- এই লড়াইয়ে জিতব আমি, হেরে যাবে পিচাশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।