আমি অবশ্যই সঠিক পথে হেঁটেছি, যে পথে আমি শত সহস্র মানুষের পেছনে হেঁটেছি। সে বলল ভালোবাসে মোরে! আচ্ছা ভালোবাসা কি হাঁসির! আমার না কখনো কাঁন্নার মনে হ্য়! ধর যদি চাঁদ আলো জ্বেলে রাতে হাঁসে, ইচ্ছে করে তার হাতটি ধরে প্রান খোলা হাঁসিতে কাটিয়ে দেই আধার ঘেরা রাত্তির টুকু। আবার, সুর্য্যি মামা যখন উত্তাপে আকাশ কাঁদিয়ে বৃষ্টি ঝরায়, ইচ্ছে করে মেতে উঠি তার সাথে ঝগড়ার খুনসুটিতে। কখনো একাকিত্বে ইচ্ছে হয় কাঁদি! আর সে এসে বলুক " plz.. মোরে ক্ষমা করো, আমি বলছি, আর বাইরে খাবো না সিগারেট ছুঁয়েও দেখবোনা তোমার ফোন কখনো কাটবোনা plz.. আমার পানে চাও।" "বলতো, এত চেষ্টায়ও আমার চোখে পানি কেন আসেনা! আমি জানি আমি না কাঁদলে তুমি রাগবে না রাগলে একটু হাঁসোনা plz." =================== -------------------------------- -------------------------------- এক বান্ধবির জন্য লিখছিলাম। ও নতুন প্রমে পড়ছিলো, আর আমারে কইছিলো সে মোরে বলল ভালোবাসে মোরে !..............................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।