আমাদের কথা খুঁজে নিন

   

সব ভালোবাসাকে জানাই ভালোবাসা , জানাই সম্মান ! বিশ্বাসে থাকুক ভালোবাসা ! আদরে থাকুক ! মায়ায় থাকুক ! ভালো থেকো ভালোবাসা !

লেখাটি আমার একজন বন্ধু সাবরিনা সিরাজী তিতির লেখা।
এই সত্যি বাক্য গুলো আমরা হয়েতো বুঝিনা হয়তো আমাদের পাশ দিয়ে উড়ে চলে যায় আমরা ধরতে পারিনা। পাশাপাশি থেকেও অনেক দূরে থাকি বা দূরে থেকে ভাবি দূরেইতো কাছে আসা যায়না আসলে তা নয় ভালোবাসাকে উপলদ্ধি করা অক্ষমতা আমাদের দূরে ঠেলে পাঠিয়ে অচিনপুরে আমরা পথ ভুলে যাই।আমরাই কাছে আনি আমরাই দূরে সরিয়ে দেই।কেউ কে ভালোবাসি বলার পর কোন একদিন বলা যায় না তোমাকে আর ভালোবাসিনা কোন একদিন স্বপ্ন দিয়ে গড়া ঘরটা হৃদয়ে নাই হয়ে যেতে পারেনা। সময় পরিস্থিতি হয়তো আমাদের অনুকূলে থাকেনা কিন্তু ভালোবাসার অস্তিত্ব আমাদের ভেতরেই নিজের মতো করে আরেকজন মানুষ হয়ে বেঁচে থাকে।আমরা কেন বুঝিনা কেন ইচ্ছে করে কষ্ট দেই জানিনা।কিন্তু আমরা ইচ্ছে করলেই পারি খুব সামান্যভাবেই তাই লেখাটি শেয়ার করলাম

"কাউকে ভালোবাসলে মন উজার করে ভালোবাসো ।
ছোট ছোট সুখে ভরিয়ে দিও তাকে ! একটু বিস্ময় ! একটু ছুঁয়ে দেয়া ! একটু অস্থিরতা ! একটু চাওয়া ! খুব বেশি না কিন্তু ! চাইলেই পারবে !
প্রিয়জনকে ভালো রেখো ! ছুঁয়ে থেকো যেখানে আছো ! যেভাবে আছো ! ভালোবাসা বড় মূল্যবান ! একে যত্নে রেখো !

একবার সুতো ছিঁড়ে গেলে যতোই জোড়া দেয়া হোক না কেন , গিঁটগুলো বারবার মনে করিয়ে দেবে ভাঙ্গনের সুর ! সে সুর বাজতে দিও না !
পৃথিবীর শ্রেষ্ঠ সুরে মন ভরে থাকুক ! সব ভালোবাসাকে জানাই ভালোবাসা , জানাই সম্মান ! বিশ্বাসে থাকুক ভালোবাসা ! আদরে থাকুক ! মায়ায় থাকুক ! ভালো থেকো ভালোবাসা !"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.