আমাগো দেশে মানুষ খুব তারাতারি সব কিছু ভুইলা যায়। তার এক্খান উদাহরণ যদি দিবার চাই তাইলে আগে এরশাদ চাচুর উদাহরণ দেই।
এত আন্দোলণ এতো কিছু কইরা সৈরাচার শাসক এরশাদরে গদি থেইকা আমাগো দুই নেত্রী নামাইছিল। যেই আন্দোলনে অসংখ্য নেতা কর্মী প্রাণ পর্যন্ত দিছিল। নূর হোসেন নামে এক বালক শহীদ হয়ে ইতিহাস হইয়া গেলো।
বেচারা নূর হোসেন কি দেখবার পায়! ! যে এরশাদ চাচু এখন মহাজোটের শরীকদার। এমনকি তিনি অহন রাষ্ট্রপতি হইবারও স্বপ্ন দেহে। তিনি যদি অখ্যনি কন্ যে তিনি বি.এন.পি তে যাইবো তাইলেও আমি জানি তারে ফুলের মালা দিয়া খালেদা ম্যাডাম দলে নিবো।
সব হইলো ক্ষমতার পাগল। ক্ষমতার লাইগা তেনারা যাহা কিছু করতে চাইবো তাহাই করব।
কারণ? কারণ হইলো রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই।
তয় আমার প্রশ্ন অন্য জায়গায়। সেটা হইলো......এই যে কথিত ১/১১ পটপরিবর্তন.....সেটার পর কত বোয়াল মাছ শিকের পিছনে গেলো। যার পেছনে দেশের দুই নেত্রীও গেলো। তাদের দূর্নীতিরে বলতে গেলে উলঙ্গ করলো।
তারেক জিয়ার সমস্ত দূর্নীতি আমরা ছাগল জনগণের সামনে আসলো। তাও তেনারা বলেন, এসব হইলো তাগো বিরুদ্ধে ষড়যন্ত্র। বেচারা রাজনীতিবীদ গো বিরুদ্ধেই খালি ষড়যন্ত্র হয়। আমরা হইলাম রাস্তার পুতুল আমাগোরে নিয়া কি আর ষড়যন্ত্র হয়! ! !....যাই হোক, এই দুই নেত্রীরে দেশের মানুষ এত ভালোবাসে যে তাগো ছাড়া নির্বাচন বলে গ্রহণযোগ্য হইবো না!! তাই তেনাদেরকে বের করে আনা হইলো। এই যে দেশের মানুষ তাগোরে ভালোবাসে এইডা কি তারা বোঝে? তাগো যে পরিমাণ ভালোবাসা মাইনষে দিছে সেই পরিমাণ ভালোবাসা কি তারা দিবো জনগণরে?
দিবো কিল্লাইগা.....তহন কইবো, রাজনীতিতে যেমুন শেষ কথা কইয়া কিছু নাই.....তেমনি ভালোবাসলে রিটার্ন ভালোবাসা পাওয়ার যাইবো এমন কথাও নাই...............
তাই জনগণরে একখান গান শিখাইবার চাই...........ভালোবাসা দিলাম শুধু ভালোবাসা পেলাম না........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।