এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই
আহা ইয়েলৎসিন টা মরেই গেলো ।
ওই যে , পাঁড় মাতাল টা ! ভডকা খেয়ে ড্রেনে পড়ে থাকতো ।
আর মুক্তবাজার খাইয়ে ড্রেনে ফেলে দিলো গোটা পৃথিবীকেই ।
বুশ মহাজন ঠিকই বংশবিস্তার করলেন হাইড্রার মতো । সিনিয়র
থেকে জুনিয়রে হস্তান্তরিত দুনিয়ার বর্গাদারী ।
মনে পড়ে আমাদের এইসব 'খেলাখেলা'?
সেই ১৯৯২?
মানুষ হয়ে জন্ম নেয়ার এই এক জ্বালা ।
কতো কি যে কতো কিছু টেনে আনে!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।