আমাদের কথা খুঁজে নিন

   

আরিফ ও রুলিয়া মন মাজারে

প্রথমবারের মতো ক্লোজআপ ওয়ানখ্যাত শিল্পী আরিফ ও রুলিয়া এবারই একসঙ্গে কণ্ঠ দিলেন দুটি গানে। আহমেদ চপল ও নাসিফ অনির সংগীতায়োজনে সম্প্রতি দুটি গানেরই রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে 'কেন থাকো দূরে দূরে' শিরোনামের গানটির কথা লিখেছেন এনআই বুলবুল। সুর করেছেন রুলিয়া। অপর গানটির শিরোনাম 'মন মাজারে'।

কথা লিখেছেন সাথীর জুয়েল। এটির সুর করেছেন আহমেদ চপল। গান প্রসঙ্গে রুলিয়া জানান, 'আরিফ ভাইয়ের গানগুলো এরই মধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। আমি নিজেও তার গানের শ্রোতা। আমাদের কণ্ঠে দুটি গানই অসাধারণ হয়েছে বলে আমি মনে করি।

সুর-কথা ও কম্পোজিশনে মুগ্ধ হয়েছি আমি। কতটা ভালো গেয়েছি সেটা বিচারের ভার শ্রোতাদের ওপর রইল। ' উল্লেখ্য, সম্প্রতি 'কেন থাকো দূরে দূরে' শিরোনামের একটি নাটকে টাইটেল ট্রেক-এ গান গেয়েছেন তিনি। আর এরই মধ্যে নিজের দ্বিতীয় একক অ্যালবামের কাজ শুরু করেছেন।

 



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।