আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিনের বিশেষ পোস্ট - Bleach - একটি "মাস্ট ওয়াচ" এনিম রিভিউ

You can do anything, but not everything. আজকে আমার জন্মদিন। সেইজন্য গতকালই একটা পোস্ট দিলেও আজকে আবার পোস্ট দেওয়ার লোভ সাম্লাইতে পারলাম না। এই এনিমটা আমার "one of the most favourite" এনিম। সাধারণত সুপার পাওয়ার এনিমগুলাতে মেইন ক্যারেকটার একটু বেক্কল টাইপের হয়। প্রথম প্রথম তেমন কোন পাওয়ার টাওয়ার থাকে না, থাক্লেও লোকজন দাম দেয় না - এই টাইপ।

ব্লিচ আবার এইদিক দিয়া বেতিক্রম। ইচিগোরে প্রথম থেইকা দেইখাই মনে হয় এনিমটার মেইন চরিত্র। উচা লম্বা আছে, প্রথমেই মাশাল্লাহ ভালই পাওয়ারও আছে, দেখতে শুন্তেও ভালা। বিশেষ কইরা ইচিগোর বাঙ্কাই স্টেইজ যে কোন এনিমের মধ্যে আমার মোস্ট ফেভারিট। এনিমটার কাহিনী শিনিগামি(ডেথ গড) ভিত্তিক।

খারাপ আত্মাকে পৃথিবী থেইকা মুক্ত করে শিনিগামিরা। এই রকম একজন শিনিগামি রুকিয়া। ইচিগোর পরিবারকে বাচাইতে সে একদিন নিয়ম বহির্ভূতভাবে তার পাওয়ার ট্রান্সফার করে ইচিগোর কাছে। এই অপরাধে সউল সোসাইটিতে তার মৃত্যুদণ্ড দেয়া হয়। ইচিগো তাকে বাচাইতে সউল সোসাইটিতে যায় এবং ফাইট করে।

এইটা গেলো এনিমের একটা ছোট পার্ট। এই ফাইটের সময়ই একটা টুইস্ট আছে এবং আরেকটা কাহিনী শুরু হয়। টুইস্ট কিংবা কাহিনীর অল্প অংশ কইলেও এনিমের মজা যাইবোগা - তাই বাকিটা আর কইলাম না। নিজেই দেইখা নিয়েন। প্রশ্ন হইল - এই এনিম প্রিয় হইল কেন? উত্তর হইল - ফাইটগুলার জন্য।

নারুতোর ভক্তরা মাইর দিতে আসতে পারে - কিন্তু আমার মনে হয় ব্লিচের কিছু কিছু ফাইট নারুতোর কিছু ফাইটের চেয়েও জোস। আর শুধু সোরড ফাইট যে কত বৈচিত্র্যময় হইতে পারে , কত ইন্টারেস্টিং হইতে পারে - ব্লিচ তার প্রমাণ। আর জাঙ্গেতসু ( ইচিগোর সোরড) যখন ইচিগোকে ট্রেইনিং দেয়, সেই জায়গার ফাইট, সাউন্ড ট্র্যাক এবং ডায়লগগুলা বেশী ভাল। আর বিয়াকুইয়া আর ইচিগোর ফাইটটাতো সিমপ্লি লেজেন্ডারি। এছাড়াও পুরা এনিমে শুরু এবং শেষের সাউন্ড ট্র্যাকগুলা যে কোন এনিমকে ফেইল করাইতে পারবে।

তবে নারুতোর সাথে এই এনিমের মুল যেই লেগিংস - নারুতোতে অন্য অনেক চরিত্র খুব ভাল লাগবে, অনেক ডিটেইলস ক্যারেকটার। কিন্তু ব্লিচে ইচিগোর বাইরে আর খুব ভাল লাগা ক্যারেকটার খুব বেশী নাই আমার। তবে ইচিগো সেইটা খুব ভালভাবেই কাভার কইরা দিসে। সব মিলাইয়া খুব জমজমাট এনিমটা। আরে আরে যান কই? দাঁড়ান, দাঁড়ান।

দেখার লাইগা এখনই দৌড় দিয়েন না, আরও কথা বাকি আছে। ফিলার কি জিনিস জানা আছে? না? এই এনিম গুলা তো বই বা কমিক্স ( মাঙ্গা) থেইকা বানায়। বইয়ের কয়েকটা পর্ব মিলা এনিমের একটা পর্ব হইয়া যায়। এইজন্য মাঝে মাঝে বইয়ের কাহিনী আগাইয়া দেওয়ার জন্য এনিমের মাঝখানে চরিত্রগুলা অপরিবর্তিত রাইখা মুল কাহিনীর বাইরে কোন স্টোরি দিয়া চালাইয়া দেয়। এইগুলাই হইল ফিলার।

খুব একটা ইন্টারেস্টিং কিছু না, মাঝে মাঝে বরং বিরক্তির উদ্রেক করে। আর এই জিনিস ব্লিচে খুব বেশী। ঠিকই ধরছেন, এই জন্যই নারুতোর যত সুনাম, ব্লিচের অত সুনাম শুনেন নাই। তাইলে এখন কি করা? ব্লিচ দেখুম না? কেন দেখবেন না? অবশ্যই দেখবেন। নিচে একটা লিস্ট দিতাছি - 033 *Karakura Heroes Omake 1 050 *Karakura Heroes Omake 2 064-108 *Bount arc 128-137 *Stolen Hogyoku arc 147-149 *Rukia side story. Plot&Character designs by Kubo 168-189 *New Captain arc 204-205 *Random one-episode fillers 213-214 *Karakura Riser Omake 227-265 *Zanpakutou Rebellion arc. Character designs by Kubo. 266 *Hueco Mundo Recap 287 *Magic Lamp Gaiden 298 *Hell Chapter Movie Promotion 299 *Hell Chapter Movie Prologue 303-305 *Random one-episode fillers 311-316 *Random one-episode fillers 317-341 *Gotei 13 Invasion arc 355 *New Year Special এই পর্ব গুলা বাদ দিয়া দেখবেন।

এইগুলা ফিলার। তাইলেই দেখবেন, এনিম দেখার পর ব্লিচের নাম ফেভারিট লিস্টের প্রথম ৫ টার ভিতরে ঢুকাইয়া দিসেন । তাহলে আর দেরি কেন? এখনই দেখা শুরু করে দিন এই দুর্দান্ত এনিমটি। অনলাইনে দেখার লিঙ্ক আমি আইডিএম দিয়া নামাইয়া দেখছি। আর এনিম নিয়ে আড্ডা দিতে চাইলে, ছবি কিংবা আপনার লেখা শেয়ার করতে চাইলে, নতুন নতুন তথ্য জানতে ও জানাতে চাইলে আমাদের সাথে এই গ্রুপে যোগ দিতে পারেন।

হ্যাপি এনিমিং !!!!!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।