ভোরে উঠেই ভোমড়া তাড়া-
কাজের চাপে দিশে হারা;
নেই ফুরানো দম-
দিনটা তবু অন্যরকম।
ক্লাশের ফাঁকে চুমুক কাপে-
ক্ষণ আড্ডায় সময় মাপে;
আনমনা কি মন?
আসছে বুঝি কোন মধুক্ষণ।
আকাশ নীলে উঁকি মারা-
মনটা যেন ছন্নছাড়া;
মনের কোনায় স্মৃতি-
ভাঙছে নিয়ম নীতি।
জন্মদিনের এই দিনে আজ
চঞ্চলা মন ষোড়ষী সাজ;
বাঁধন কাটার সুর-
দিচ্ছে উড়াল দূর।
নিজের মতো নিজের কাজে
কষ্ট অনেক, দুঃখ মাঝে;
লাগুক ছটা আলোয় -
মন্দ কাটুক ভালোয়।
দুর চিঠিতে সুবাস পাঠাই
ভালো থেকো এই আমি চাই।
তোমার জন্মদিনের-
বাজুক বাঁশী বীণের।
শুভ জন্মদিন। । ।
। । । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।