আমাদের কথা খুঁজে নিন

   

ছিলাম এতিম, হইলাম নজরবন্দী

অবশেষে... জেনারেল হলাম। মডু ভাইয়াদেরকে ধন্যবাদ। সবাই একটু মিষ্টি খান অ্যাকাউন্ট খুলেছিলাম তিনমাস আগে। কিন্তু নিয়মিত ব্লগে ঘুরা ঘুরি করছি একমাস ধরে । আজকে ব্লগ খুলে দেখি আমি জেনারেল।

এতদিন সবার লিখা পড়তে পারতাম, কিছু বলতে পারতাম না। বিভিন্ন পোস্টের নিচে লিখা থাকত "দুঃখিত, আপনি এখানে কোন মন্তব্য করতে পারবেন না। লক্ষ করুন...। " বুঝলাম, নতুন ব্লগারদের কিছু সীমাবদ্ধতা আছে তাই নাক কান বুজে এই অপমান সহ্য করে নিতাম, কিন্তু ভাল কোন লিখা পড়ে যখন "ভাল লেগেছে" এই মতামতটাও দেয়া যেত না তখন নিজেকে এতিম এতিম মনে হত। এখন সাধারন হতে পেরে ভাল লাগছে, আবার একটু একটু ভয়ও পাচ্ছি।

আমি কই যাই, কি করি, কি লিখি কছুদিন নাকি তার উপর কড়া নজর রাখা হবে। একটু উলটাপালটা করলেই...। আমার অবস্থা এখন সেই বৈষ্ণব গানটার মত "দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। " আনন্দে দুঃখে মুন চাইতেছে গান গাই "আমি বন্দী কারাগারে...। "  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.