খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।
এক সুবন্ধু সেদিন বললেন, একটু ভেবে একটা লেখা নামাও তো! কি লেখা, কি বিষয়ে জানতে চাইলে সে বিষয় দিলো,
'দুই বছর আগের আজকের দিনে আমি কি ছিলাম ( মানসিক, সামাজিক অবস্থান), দুই মাস আগে কি ছিলাম আর আজ কি আছি, কেমন আছি, ভাবনা চিন্তার, অবস্থানের কতখানি পার্থক্য এই দুই বছরে হয়েছে । '
( এই বিষয়টি তাঁকে তাঁর এক বন্ধু দিয়েছিলেন )
এই হইল বিষয়।
আমি বেশ কিছুক্ষণ ভেবে দেখলাম, লিখতে গিয়ে খুব একটা সৎ হতে পারবো কী?! বোধ হয় না।
গল্পের ছলেও যদি লিখি তবুও তো লিখব নিজেরই কথা! নিজেকে কতটুকু প্রকাশ করতে পারব?
পরিবর্তন তো অনেক হয়েছে, মানসিক, সামাজিক। কতটুকু লিখতে পারব তার?
ভেবে দেখলাম ফালতু গল্প ফেঁদে কী হবে। না। অতখানি সৎসাহস আমার নেই। কোনদিন যদি হয়, অবশ্যই লিখব।
আপনারা, ব্লগের বন্ধুরা, কেউ লিখবেন কী?
লিখুন না। শুধু অনুরোধ রইল, লেখার সময় সৎ থাকুন। আমি পারলাম না, আপনারা নিশ্চয়ই পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।