আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ভূমিকম্প - ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো, জেগে দেখি জ্যাতা নাই

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

এই গানটা গাইতে হবে কব্বুরে গিয়ে। একদিন রাতে ঢাকাবাসী দারুণ খেইল দেখবে। রিখটার স্কেলে সাড়ে ছয়ের বেশী ভূমিকম্প হইলে ঢাকা শহরের ৭৫ ভাগ ভবণ ধ্বসে পড়বে আপনার ঘুমন্ত বিছানায়। আহ কইরা উহ করতে পারবেন না। গতকাল রাতে ৫.৬ মাত্রার ভূকম্পন ক্রমশ মাত্রা বৃদ্ধির ইংগিত দেয় আগের তুলনায়।

বিশেষজ্ঞরা বলেন ঢাকা শহর ভয়াবহ ভূকম্পন ঝূঁকিপূর্ণ একটা অঞ্চল। কারণ এই শহরে রয়েছে ভূকম্পে সৃষ্ট ফাঁটল। এই ফাঁটল দুই/তিনশ বছর পর পর আবার চাঙ্গা মেরে ওঠে। ঢাকার বেগুনবাড়ী খালটা এমই এক ফাঁটল - যা প্রায় দুইশ বছর আগের এক ভয়াবহ ভূমিকম্পনের চিহ্ন বয়ে বেড়ায়। শোনা যায় ঐ ভূমিকম্পেই ব্রক্ষ্মপুত্র নদীর গতিপথ ময়মনসিংহে দিক থেকে পরিবর্তিত হয়ে বর্তমান যমুনা প্রবাহে মিশেছে।

রাতে ঘুমানো যাইতো না আর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।