আমাদের কথা খুঁজে নিন

   

''বিচিত্রতা'' - না পড়লে জটিল মিস!!!

''আমি সবার থেকে আলাদা'' প্রত্যহ মধ্যাহ্ন ভোজনের পরবর্তীকালে কিঞ্চিৎ মন্দ মধুর ঘুম না দিলেই নহে। যদিও জানা আছে সে ঘুম কোনো ঘুম নহে। কেননা, আপনার সকল ‘না পাইবার’ কাল্পনিক অভিব্যক্তি তাহার সহিত বাস্তবিক জীবনের ঘাত-প্রতিঘাতময় অরুপ অদৃশ এক অবর্নণীয় ভাষা অথবা আঁকায় চরম সুচারুপে, গভীরভাবে চিত্রায়িত এবং ব্যাপকতার সহিত উহাতে সংঘটিত হইয়া থাকে; বলা যাইতে পারে সেই সকল অপ্রাপ্তিগুলি পাইবার এবং সেই সকল অসাধ্য সাধনের নিমিত্তে বৃথা চেষ্টা মাত্র যা কেবল হইতে পারে কচু পত্রের উপর নিরঞ্জনের অপার দান –এ বিশাল শুণ্যের জল ধরিয়া রাখিবার স্বরূপ। সে যাহাই হউক অফুরন্ত চাওয়া-পাওয়া আর কল্পনার অন্তিম ভাবধারায় গভীর নিদ্রায় হারাইয়া যাইবার পরবর্তীকালে সহসা আপন মনের অজানিতে একটিবার অক্ষির দ্বার উন্মোচন করিতেই সেই বেখেয়ালিপনার অবাক দৃষ্টি গিয়া ভীড়িল বাতায়ন বহিঃপার্শ্বে। ঘোলাটে আর অস্পষ্ট দৃষ্টিতে কেবলই অন্ধকারাচ্ছন্ন অভ্র(আকাশ) বাধা প্রাপ্ত হইলো।

আনমনে আপন চিত্ত যেন তাহার অজানিতেই আনমনীয়তার সাগরে গভীর থেকে গভীরে ডুব দিল, কেবল একটি বিষয়ই অনুধাবন করিতে সক্ষম হইল যে, বিভাবরী আগমনে হয়ত আর বেশী দেরী নাই। পরক্ষণেই বাতায়ন পার্শ্বে দাঁড়াইয়া ‘আপনি’ রূপায়িত ধূর চরিত্রটি অন্তহীন সেই অভ্রের নিশ্চুপ সৌন্দর্য্য অবলোকনে প্রবৃত্ত হইল। সেই নির্দয় চারিপাশে লক্ষ করা গেল, সমগ্রপার্শ্বে কালো-আধার বারিদ ঘনিয়া আসিয়াছে। মৃদু নিষ্প্রাণ হাওয়া বাতায়ন দ্বার দিয়া প্রবেশ করিয়া আপন কায়ায়(দেহে) আঘাত হানিল তথাপি সেই নির্ছন্দময় চঞ্চলা হাওয়া আপনার নাসিক্য দ্বার দিয়া প্রবেশ করিয়া ভেতরটাকে উল্লুকের ন্যায় চরম অস্থির করিয়া তুলিল। অন্তগহীনের ধূপছায়া মূর্তি যেন এক অপার আলোড়ন সৃষ্টি করিতেছে সেই সাথে পুনঃ পুনঃ প্রবল আক্রশে আর দুঃসাহসী নির্দয় চিৎকারে, বলিষ্ঠ স্বার্থপরতার সহিত বলিতেছে- “হে স্রষ্টা ফিরাইয়া দাও আপনার সেই ক্ষণ; যেই ক্ষণে আপনি এক বা একাধিক পরিচিতরূপী অপরিচিতর- অপার;হাল্কা;স্নিগ্ধ;গভীর-অজেও, ভালবাসা কি বন্ধুত্বের; নয়তবা স্নেহের সেই...... অমলিমায় লোভিত মিষ্ট পুষ্প পরশ সকল!!!” দর্শন করা যাইতেছে, তীব্র হাহাকার এ সসীম ক্ষুদ্র অন্তরে বিরাজমান।

কিন্তু খানিকটা পূর্ব মূহুর্তেও আপনার সম্পর্কে এমনটা বিশ্বাস করিতে কষ্ট হইতেছিল। মানুষের মন সত্যিই কত বিচিত্র, তাই না??? -“শ্রাবণ” “পাঠক ভাই-বোনেরা, জানি, লেখাটি পরতে হয়ত বিরক্তিকর মজা লাগলো! বা লাগেনি? যাই হোক কমেন্ট অবশ্যই চাই, নইলেতো ব্লগ লেখার আকর্ষণই হারিয়ে ফেলব!!! হাজার হলেও নতুন তো। শুরুতেই ফ্লপ খেলে মরে যাব ঃ( ভাল লাগলে উৎসাহ দিবেন এবং ভুল গুলো দয়া করে মেনে নিয়ে শুধরে দিবেন, আপনাদের কাছে ছোট্ট এই আমার ছোট্ট প্রত্যাশা+প্রার্থনা” কষ্ট করে ব্লগটি পড়ার জন্য অনেক ধন্যবাদ, ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে আমার ব্লগলিঙ্ক টি শেয়ার করবেন। আমার ব্লগলিঙ্কঃ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।