আমাদের কথা খুঁজে নিন

   

****বিচিত্রতা****

অনলাইন সিকিউরিটি কনসালট্যান্ট ও সফটওয়ার অ্যানালিস্ট । অপেক্ষায় আছি কখন সময় থমকে যায়.... বাস্তবের ঝোড়ো হাওয়ায় বহুদিনের জমে থাকা খড়কূটো উড়ে যায়, নজরে পড়ে শ্যাওলা জমে সবুজ ও পিচ্ছিল হয়ে পড়া মন আর ডানা মেলে উড়ে যায় না মরুভূমির তপ্ত আকাশে। ডুব দেয় না অতলান্ত নীল জলের গহনে। অবাক হয়ে তার অভিব্যক্তিহীন স্পন্দন অনুভব করি শুধু । আগের মতো গলে যাওয়া তরল স্বপ্নগুলো দিয়ে নিজেকে ভিজিয়ে নেয় না আজকাল - বহুকাল বেঁচে থাকার আশায় ।নিঃশব্দে বসে ঝিমোয় বুড়োর মত । এখনও পলাশের আগুন পৃথিবী রাঙায়, নন্দিত কিশোরীর পদপ্রান্তে পিষ্ট হয় মুক্তোর মত শিশিরকণা । এখনও সন্ধ্যের জমে যাওয়া কালো আকাশে পর্দা ফেলে উড়ে যায় নিঃসঙ্গ বাদুড় । এ মনটা নিজেকে ফসিল করার তাড়নায় নতুন আস্তানা খোঁজে - আজও.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।