গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার। পিছু ফেরা
(১)
এই ঝিরিঝিরি বরষায়
মন ছুটে যায় ছোট্ট বেলায়
মেঘ গুড়ু গুড়ু দুপুরে
সাতারকাঁটা পুকুরে
এক হয়ে সব দুষ্ট ছেলে ভাসত মনের খেয়ায়।
এই ঝরো ঝরো বরষায়
মন ছুটে যায় হেথায়।
ক্ষেতের পাশে ডুবো আইলে
মাছেদের সাথে খেলায় মেতে
মনের রঙিন পাখায় চড়ে
কত যে হারিয়েছি পথ মেঘলা-মতির দেশে
আমার সোনাবন্ধু ডেকেছিল যেথায়
আজ মন ছুটে যায় সেথায়
এই ভিজে বরষায়।
কদম ফুলের গন্ধে মাতাল
মন হতো উথাল পাতাল
ঘ্যাঙর ঘ্যাঙ ব্যাঙের ডাকে
ঘুম টুটে যেত গভীর রাতে
সেই ঘুমের কোলে আর একবার
ফিরে যেতে মন চায়
এই ঝম ঝমাঝম বরষায়।
(২)
আমায় আর গাইতে বলিস না
তোদের সভায় গাইতে এসে
পেছন ফেরার দিনগুলিতে
মনটা আমার বার বার ছুটে ছুটে যায়।
আমি হারাই সেথায়।
ছোট্ট নদীর তীরে, কাশবনের ছায়ে
পুতুল খেলার দিনগুলিতে
মনের পঙ্খি উড়াল দেয়
মানে না কোন বাঁধা।
আমায় তোরা গাইতে বলিস না।
তোদের সভায় গাইতে গেলে
মনের খোলা জানালাতে
স্বপ্ন এসে উঁকি দেয়
ভালোবাসার নামটি ধরে।
সেই ভালোবাসায় মন জড়াতে চাই না আমি আর।
চায় যদি সে স্বপ্ন হারিয়ে যেতে যাকনা।
তবু তোরা আমায় গাইতে বলিস না।
তোদের সভায় গাইতে গিয়ে
মন হারিয়ে শ্যামল গাঁয়ে
ছুটে যাব মেঠো পথে
ঘাস ফড়িং এর পিছু ধেয়ে
সে তো হবে না।
তোরা আমায় গাইতে বলিস না।
তোদের সভায় গাইতে গাইতে
মনের ভুলে পথ হারিয়ে
পেছন ফিরে চলতে গিয়ে
পৌঁছে গেলে সেই সব দিনে
আর তো ফেরা হবে না।
তোরা আমায় গাইতে বলিস না।
কল্পলোক
(১)
আমার আকাশবাড়ি জ্যোৎস্না আঁকা
সাত সকালের সূর্য মাখা
বৃষ্টির হাতে তুলি দিয়ে
বসে থাকি আনমনে
আঁকবে সে মনের মতো
চাঁদ জ্যোৎস্নার ছবি যত।
মন পবনের নাও এ চড়ে
গেলাম যবে চন্দ্রালোকে
ইচ্ছেঘুড়ি সূতো ছিঁড়ে
উড়ে গেল আকাশ ফোড়ে
আমি সেথায় পড়ে রইলাম
শূন্য মনের আঙিনা জুড়ে।
এলাম শেষে অবশেষে
মেঘ বালিকার হাত ধরে
পাতার বুকে কান্না দেখে
বুঝলাম সে আমার আছে
ঘাসের বুকে লিখলাম শেষে
শিশির বিন্দুকে সাক্ষী রেখে।
(২)
বৃষ্টির চোখে দেখেছিলাম
আমার মিষ্টি সুখের কান্নাকে
সে যখন তখন জ্বালায় আমায়
বুঝে না মনের চাওয়াকে।
আমি রং ছড়ালাম আকাশপাণে
বাদল দিনের উল্লাসে
তাজা ফুলের গন্ধ মেখে
ছুঁয়ে যাবে সে রং তোমাকে।
তুমি হাত বাড়াবে যে আঙিনায়
প্রাণের ছোঁয়া পাবে সেথায়
আমার আমি সেই ছোঁয়াতে
নাই বা থাকলাম তোমার হয়ে।
তুমি যবে একলা রবে
আমার চেতনার রং ছড়িয়ে
পৌঁছে যাব তোমার কাছে
তোমার ভাবুক মনের সংগী হতে।
এক হয়ে সাঁঝ বেলাতে
দু’জন মিলে মেঘ হয়ে
বৃষ্টি ঝরাব মাটির বুকে
লোকে যা বলে বলুক তাতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।