আমাদের কথা খুঁজে নিন

   

সম্প্রতি দেখা তিন খান ছিনেমার ফ্রগস আই ভিউ

"অ্যাবসার্ড" জনাব তারেক মাসুদের এক সাক্ষাতকার পড়তে গিয়া এই ভিউএর সাথে আমার পরিচয়। চিন্তা কইরা দেখলাম রিভিউ লিখতে লুইজ্জা লাগে, কিন্তুক ফ্রগস আই ভিউ লিখতে লাগে না। ফ্রগস আই ভিউ আমার অনেক বদ অভ্যাস এর মধ্যে একটা হইল, হার্ড ডিস্কে থাকা যত সিনেমা আছে, তার মধ্যে অপরিচিত গুলা আমি আগে দেখি। যার কারনে অনেক হিট সিনেমা আমার দেখা হয় না বা লেটে দেখি। গত কয়েকদিনে যে সিনেমাগুলো আমার দেখা হইসে(এই গুলা আমার আগে দেখা দরকার ছিল)তার মধ্যে তিনটার সংক্ষিপ্ত ফ্রগস আই ভিউ দিলাম ১ Gran Torino প্রযোজক পরিচালক এবং নায়ক জনাব ক্লিনট ইস্টউড, ড্রামা জেনারের মুভি, রানটাইম ১১৬ মিনিট।

সিনেমায় দেখানো হইসে, আধুনিক মার্কিন যুবসমাজের নৈতিক অবক্ষয় আর মার্কিন মুলুকে অভিবাসী দের জীবন যাত্রার খণ্ড চিত্র। নিজের ছেলে, নাতি নাতনী দের আধুনিক ইয়ো ম্যান টাইপের চাল চলন খুবই না পসন্দ ওয়াল্টার এর। স্ত্রীর মৃত্যুর তার ছেলেরা তাকে ওল্ড হোমে পাঠাতে চাইলে সে তাদেরকে পারলে বন্দুক নিয়ে তাড়া করে। এভাবে সে খুব একা হয়ে যায়। এদিকে পাশের বাড়ীর চাইনিজ পরিবারের এক নিরীহ ছেলেকে তার গ্যাংস্টার কাজিনরা তাদের দলে নিতে চাইলে তাদের মধ্যে ঝামেলা বাধে।

সেই ছেলেকে রক্ষা করতে গিয়ে ওই পরিবারের সাথে খাতির হয় ওয়াল্টারের। যদিও সে আগে তাদেরকে দেখতে পারত না। কাহিনী এগিয়ে যায়, ঘাত প্রতিঘাত,নৈতিক অবক্ষয়, পিউরিটানিকাল দৃষ্টিভঙ্গি, অভিবাসী জীবনের টানাপড়েন এর ভেতর দিয়ে। অভিনয় সবাই মোটামুটি ভালো করসে কিন্তুক বসের অভিনয় আলাদা কইরা বলতে হয়। সেই একি স্টাইল, কড়া চাহনি, ম্যানলি চলাফেরা।

এই বয়সেও পুরা তামিল লিংক http://thepiratebay.org/torrent/4619992 ২ Ratatouille অ্যানিমেশন সিনেমা পাবলিকরে খাওয়ানো কঠিন বৈকি। এই কঠিন কাম খুব সহজে করসে পিক্সার। খুবই মজার এই সিনেমার দৈর্ঘ্য- ১১১ মিনিট। এক ইদুরের সুপার পাওয়ার হল, সে গন্ধ শুনে বলে দিতে পারে খাবারের গুনাগুন,খাবার বিষাক্ত কিনা ইত্যাদি। তার এই গুনের কারনে সে পরে বাটে।

কারন সে তখন আর পচা বাসি খাবার খাইতে পারে না। এদিকে সে আবার টিভিতে রান্নার অনুষ্ঠান দেখে রান্না শিখে। কিন্তু একদিন বাড়িওয়ালী তাকে দেখে ফেলে এবং বন্দুক নিয়ে তাড়া করে। পালাতে গিয়ে সে তার পরিবার থেকে আলাদা হয়ে যায় এবং প্যারিস পৌঁছে। তারপর সে কীভাবে শেফ হয় জানতে হলে দেখে নিবেন লিংক http://thepiratebay.org/torrent/3884641 ৩ Harold & Kumar Escape from Guantanamo Bay যারা ইউরো ট্রিপ, আমেরিকান পাই এই টাইপের সিনেমা ভালা পান, তাদের জন্য এটা মাস্ট সি মুভি।

প্রচুর পরিমান সিন সিনারি, নোংরামি তে ভর্তি এই সিনেমা নিজ দায়িত্তে দেইখা নিয়েন। মজা পাইবেন আশা করি। পচাইতে পচাইতে অস্থির এই সিনেমায় কারে যে পচায় নাই বুঝা মুশকিল। গুয়ান্তানামো বে কারাগার, লাদেন, বুশ, এফ বি আই এই গুলারে পচাইতে পচাইতে গন্ধ তুইলা ফালাইসে তবে এক জায়গায় দাড়ি নিয়া একটা ডায়লগ আমার কাসে খুব আপত্তিকর লাগসে। ১০৭ মিনিটের এই সিনেমা বানাইসে Jon Hurwitz, Hayden Schlossberg কাহিনীর কোন আগা মাথা নাই।

লিংক http://thepiratebay.org/torrent/6888247/ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.