আমাদের কথা খুঁজে নিন

   

সম্প্রতি পড়া একটি উপন্যাসের রিভিউ

আমি আছি...কাছাকাছি মুহাম্মদ জাফর ইকবালের বই মানেই হয় বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় কিশোর উপন্যাস। অন্যন্য উপন্যাস আছে তবে এ দুধরনের উপন্যাসের কাছে পরিমানের দিক দিয়ে সেগুলো প্রায় বাচ্চা। আমার জানা মতে মুহাম্মদ জাফর ইকবালের জনপ্রিয় গল্পগ্রন্থ দুটি- "একজন দুর্বল মানুষ" ও "নূরল এবং তার নোট বই"! সম্প্রতি পড়া মুহাম্মদ জাফর ইকবালের বই "রূপ-রূপালী"। নাম শুনেই বোঝা যায় এটি একটি কিশোর উপন্যাস। যাদের কিশোর উপন্যাস পড়তে ভালো লাগে না অর্থাত্‍ যারা মনে-প্রানে কিশোয় বয়সটা পার হয়ে এসেছেন তাদের এ বই না পড়াই ভাল (মজা না পেলে পড়ার কি দরকার)।

দীপু নাম্বার টু মুহাম্মদ জাফর ইকবালের প্রথম কিশোর উপন্যাস। গল্পের নায়ক দীপু যেমন করে তার বন্ধু বান্ধবদের নিয়ে প্রত্নতাত্বিক গুহায় ডাকাত দল ধরেছিল তেমনি এখানেও রূপ-রূপালী মেয়েটিও তার বন্ধুদের নিয়ে একটি চোরা কারবারি দলকে ধরে ফেলে। ক্লাস এইটের মেয়ে রূপ-রূপালী। স্কুলের বন্ধু-বান্ধবদের নিয়েই তার নিজস্ব জগত্‍। পরিবারে তার খুব একটা গুরুত্ব নেই।

লেখকের ভাষায়, রূপা খুব ভাল করে জানে কেউ আদর দিয়ে তার মাথা খায়নি। তাদের তিন ভাইবোনের মাঝে সে কালো এবং একটু মোটা। তার চেহাড়াটাও এমন কিছু আহামরি না, চোখে ভারি চশমা থাকার কারনে চোখগুলোকে দেখায় ছোট ছোট। সেই ছোট থেকে সে লক্ষ্য করেছে আব্বু আম্মুর আদর সোহাগ তার বড় বোন তিয়াশা আর ছোট ভাই মিঠুনের জন্য। তার জন্য কখনোই কিছু ছিল না।

রূপ-রূপালী হচ্ছে এই সাদামাটা রূপা। বাবা, মা, ভাই-বোন সবাই মিলে হিন্দী সিরিয়াল নামক এক বিদঘুটে টিভি রোগে আক্রান্ত থাকে। তাদের কথা বার্তা আচার আচরন সবকিছুতেই হিন্দী সিরিয়ালের প্রভাব। বাড়িতে রূপার একমাত্র সঙ্গী কাজের মেয়ে সুলতানা। সুলতানার সাথে তার কথা হয়।

একমাত্র সুলতানাই যেন রূপাকে ভাল করে বোঝে। সুলতানার ওপর তাঁর মায়ের নির্মম অত্যাচারও মুখ বুজে সহ্য করে রূপা এবং মায়ের হয়ে ক্ষমাও চায় সে। মায়ের শত অত্যাচার থেকে সুলতানাকে বাঁচাতে কৌশল বের করে রূপা। একসময় মুক্তি পায় সুলতানা। রূপা হারায় তার বাড়ির এক মাত্র সঙ্গীকে ।

তবে সুলতানার স্বাধীনতায় বেশ খুশি রূপা। আর কিছু পারুক বা না পারুক সুলতানার জীবন টা তো পাল্টে দিতে পেরেছে রূপা। ক্লাসের সবচেয়ে ভয়ংকর টিচার বিজ্ঞান স্যার বদলী হয়ে আনন্দময় পড়াশুনা নিয়ে হাজীর হয়েছে নতুন বিজ্ঞান ম্যাডাম। কঠিন কঠিন দাঁত ভাঙ্গা পড়াশুনাকে যেন এক তুড়িতেই ফুল বানিয়ে দিলেন ম্যাডাম। সবার হৃদয় জয় করে নিলেন তিনি।

আয়োজন করলেন সায়েন্স ফেয়ার। সকল ছাত্রছাত্রী উল্লেসিত হয়ে যোগ দিল তাতে। কিন্তু সমস্যা হল ক্লাস বিমুখ সকল ছাত্র-ছাত্রী ক্লাসে ফিরলেও সোহেল নামের একজন কিছুতেই ক্লাসে ফিরছিল না। পারিবারিক সমস্যার কারনে সে চলে যেতে লাগল ড্রাগের অন্ধকার জগতে। নিজের বন্ধুর এমন করুণ পরিনতি কিছুতেই মেনে নিতে পারছিল না রূপালী ও তার বন্ধুরা।

বন্ধুকে তারা ঠিকই ফিরিয়ে এনেছে, এক্ষেত্রে কাজে লাগিয়েছে সায়েন্স এক্সিবিশনকে। সাথে ধরেছে চোরা কারবারির বিশাল গ্রুপকে। যে মা বাবা ওকে পাত্তাই দিত না তারাও বুকে নিয়েছেন মেয়েকে। কিন্তু কেমন করে সম্ভব হল এত কিছু? রূপ-রূপালী মেধা বুদ্ধি, ভালবাসা আর মমতার এক অসাধারন সংমিশ্রন এই গল্পটি। বইটির প্রকাশ কাল ফেব্রুয়ারী বই মেলা ২০১২।

সময় প্রকাশনীর বইটির মলাট মূল্য ২২৫ টাকা মাত্র। যে কোন বুক স্টলে কিনতে গেলে কমিশনে মূল্য আরো কম পড়বে। আর যদি পরবর্তী বইমেলা থেকে কিনতে চান তাহলে মূল্য পড়বে আরো কম। গ্রুপের কিশোর মনা বন্ধুদের বইটি পড়ার জন্য বলছি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.