পরে জানাচ্ছি
>ডান হাতের দাম ১০০ টাকা কিন্তু বাম হাতের দাম ৫০০ টাকা কেন?
: ডান হাত ফার্স্ট হ্যান্ড আর বাম হাত সেকেন্ড হ্যান্ড।
>একটি ডার্টি জোকস.
বাইশ তেইশ বছরের এক তরুনী একদিন রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। একটু আগেই বৃষ্টি হয়েছে। তাই রাস্তায়ও কাদা পানি জমে আছে। হঠাৎ করেই তুরন্ত বেগে কোথা থেকে জানি একটা প্রাইভেট কার ছুটে এল।
এবং যথারীতি কাঁদা ছিটিয়ে চলে গেল। মেয়েটি কাদায় মাখামাখি হয়ে গেল। অর্থাৎ মেয়েটি ডার্টি হয়ে গেল।
আমার ডার্টি জোকসও শেষ হলো।
>অপারেশন ক্লিন হার্ট চলছে।
ধরা পড়ছে সব সন্ত্রাসী। তেমনি একদিন এক সন্ত্রাসী ধরা পড়ল। হাজতে নিয়ে যাওয়া হলো তাকে। সন্ত্রাসী হাজতে বা জেলখানায় গিয়ে সোজা ঢুকে গেল কিচেনে। গিয়ে সে রাঁধুনীকে একটা কথা বলল।
কি বলল?
: আমার ডিমটা হাফ বয়েল করে দিয়েন।
>চীনারা সব কিছু পারলেও একটা জিনিসে সুবিধা করতে পারে না। সেটা হলো যে কোন বিষয়ে নাক গলানো।
>বিল গেটস এবং আমার মধ্যে মিল কি?
: দুজনেরই ইগো সমস্যা। কেউ কারও বাড়ি যাই না।
>আগে আমরা গ্লোব নিয়ে পড়াশোনা করতাম আর এখন পড়ি গ্লোবালাইজেশন নিয়ে।
এটা কৌতুক না তবে শুনে খুব মজা পেয়েছি>
সম্ভবত মির্জা গালিবের কাহিনী।
একদিন গালিব সাহেবের স্টকের সুরা শেষ হয়ে গেছে। তাই তিনি গেলেন মসজিদে। গিয়ে মাত্র নামাজে দাঁড়িয়েছেন এমন সময় মসজিদের জানালা দিয়ে একজন গালিবকে জামা উঁচু করে মদের বোতল দেখাল।
বলল, ম্যানেজ হয়ে গেছে। গালিব নামাজ ছেড়ে চলে এলেন। বললেন, যে জিনিসের জন্য প্রার্থনা করতে নামাজে দাঁড়িয়েছিলাম সেটা প্রার্থনার আগেই পেয়ে গেছি। আর কেন প্রার্থনায় সময় নষ্ট করব। উপরওয়ালা আমার মনের ভাব আগেই বুঝতে পেরেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।