আমাদের কথা খুঁজে নিন

   

হতভম্ব মা (এ লজ্জা লুকাই কেমনে)

মৌলভীবাজার প্রতিনিধি: হাসপাতালের বেডে শুয়ে আছে ১৪ বছরের এক মেয়ে শিশু। শিয়রে বসে আছেন তার মমতাময়ী মা। শিশুর দু’চোখ বেয়ে অশ্রু ঝরছে। মায়ের মুখে কথা নেই। চোখে নেই জল।

এই শিশুটি তার এক নিকটজনের হাতে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। তাই মা হতভম্ব। মৌলভীবাজার জেলার সদর উপজেলার এক গ্রামে পরী বিবি (ছদ্ম নাম) থাকেন স্বামী সন্তান নিয়ে। গত ৬ই আগস্ট পরী বিবি ও তার স্বামী বিকাল বেলা বাড়ির বাইরে যান নিজের কন্যা শিশু (১৪)কে বাড়িতে রেখে। এই সময় একই গ্রামের এক সন্তানের জনক তারই নিকটজন এক লম্পট ঘরে ঢুকে এই কন্যা শিশুর উপর নির্যাতন চালায়।

বাড়ি ফিরে মা-বাবা ঘটনা জেনে হতভম্ব হয়ে যান। পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায় মা পরী বিবি শিশুর শিয়রে বসে আছেন নির্বাক হয়ে। অনেক জিজ্ঞাসার জবাবে একবার অনেক কষ্ট নিয়ে শুধু বল্লেন আমি হাসতেও পারছি না কাঁদতেও পারছি না। শিশুটি এই নির্যাতনের কথা মুখে বলতে চায়নি।

তবে আত্মীয়-স্বজনরা জানিয়েছেন এই পাশবিক নির্যাতনের কথা। জানা গেছে, এই বিষয়ে এখনও কোন মামলা হয়নি। এই সময় এক সমাজকর্মী শিশু এবং তার মায়ের করুণ অবস্থা দেখে চিকিৎসার জন্য কিছু অর্থ দিয়ে আসেন। তখন তার বক্তব্য ছিল এমন নির্মম ঘটনার পরও সমাজে ওই লম্পটরা ঘুরে বেড়ায় কিভাবে এবং কিছু মানুষ এদের পক্ষাবলম্বন করে কোন বিবেকে। -----নিউজ ডেস্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.