আমাদের কথা খুঁজে নিন

   

আমি হতভম্ব, ক্রুদ্ধ... এবার তাহলে নোংরা রাজনীতির বলি হবে আমাদের ক্রিকেট?

স্বপ্ন ছুঁয়ে প্রচন্ড রাগ লাগছে। প্রচন্ড রকম। আমি জানি না অন্যদের কি অনুভুতি হচ্ছে। কিন্তু আমার একই সঙ্গে রাগ লাগছে এবং হতভম্ব লাগছে। আমি শুধু ভাবছি এটা কিভাবে সম্ভব? বাংলাদেশ ক্রিকেট দল নাকি পাকিস্তান সফরে যাচ্ছে! আই সি সি এর কার্যনির্বাহী সভায় আজ চূড়ান্তভাবে এই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়ছে! আমাদের গুনধর (!) বোর্ড সভাপতি বলে দিয়েছেন , "পাকিস্তানের মানুষ দীর্ঘদিন থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত ছিল।

আমরা তাদের প্রতি সমব্যাথী হয়েছি। আমি নিরাপত্তা পরিস্থিতি দেখতে যখন লাহোর ও করাচি যাই, তখন আমাকে স্বাগত জানানো হয়েছিল তা অভূতপূর্ব। " চমৎকার! তাকে স্বাগত জানানো হয়েছে , তিনি পাকিস্তান প্রেমে মুগ্ধ , তিনি পা্কিস্তানের কাছে তার ঋন শোধ করবেন সেই জন্য আমাদের খেলোয়াড়দের পাঠিয়ে দি্তে হবে বর্তমান বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ন দেশে? আমরা জানি যে, আই সি সি এর গুরুত্বহীন সভাপতি পদ পাওয়ার জন্য পাকিস্তানের কাছে যে ঋনে তিনি আবদ্ধ তার শোধ দেয়াই হচ্ছে এই মরিয়া সফরের এ্কমাত্র উদ্দেশ্য। আই সি সি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট না হলে সেখানে কোন ম্যাচ অফিশিয়াল পাঠাবে না। আই সি সি যে নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট না , তা তো স্পষ্ট।

তারা কিছুদিন আগেই বলেছে যে পাকিস্তানের চেয়ে আফগানিস্তান নিরাপদ ভেন্যু! ফিকা ( ক্রিকেটারদের সংগঠন) বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে যেন পাকিস্তানে দল না পাঠানো হয়। আদৌ কি পাকিস্তানে খেলার মত কোন পরিবেশ আছে?? এই তো আজ ভোরে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে জঙ্গিরা হামলা চালিয়েছে। এ ঘটনার পর কারাগার থেকে প্রায় ৪০০ কয়েদি পালিয়েছে। দেশটির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এ তো কয়েদি পালানোর খবর , এমন কোন মাস কি যায় যখন পাকিস্তানে কোন বড় বোমা হামলা হয় না? ২০০৯ সালে যখন শ্রীলঙ্কা পাকিস্তানে হামলার শিকার হলো, তখন কিন্তু পরিস্থিতি এখনকার চেয়ে অনেক ভালো ছিলো।

পাকিস্তান ও নাকি তাদের সর্বোচ্চ নিরাপত্তাই দিয়েছিলো! কিন্তু ফলাফল কি হলো তা তো দেখেছি আমরা। এত কান্ডের পর ও কেন তাহলে এই সফর? যেই পাকিস্তান বাংলাদেশকে তাদের দেশে খেলানোর জন্য মরিয়া , আর সেই সাথে মরিয়া আমাদের বোর্ড সভাপতি ,সেই পাকিস্তানই কিন্তু আর কিছুদিন পরের অস্ট্রেলিয়ার সাথে সিরিজের জন্য নিরপেক্ষ ভেন্যু খুঁজে বেড়াচ্ছে শ্রীলঙ্কায়! এতই যদি তাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো হবে তাহলে এই কাজ তারা কেন করছে? করছে কারন বাংলাদেশ হবে গিনিপিগ। অস্ট্রেলিয়ায় তো আর মোস্তফা কামাল নেই যে তাদের গিনিপিগ বানানো যাবে। এই মোস্তফা কামাল হচ্ছেন সেই লোক, যিনি শেয়ার বাজারের লুটেরাদের একজন, যিনি বাংলাদেশ ক্রিকেট দল নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করে পুরো ক্রিকেট টীমকেই হুমকির মুখে ফেলে দিয়েছেন বার বার, ইনি সেই লোক যিনি আজ তার পদ পাওয়ার ঋন মেটানোর জন্য আমাদের ক্রিকেটকে এক ভয়ঙ্কর সঙ্কটের দিকে ঠেলে দিতেও দ্বিধাহীন। আমি জানি না, বিশ্বের আর কোন সভ্য দেশে এভাবে এরকম নিচু শ্রেনীর রাজনৈতিক লোক বোর্ড সভাপতি হয়ে ক্রিকেট ধ্বংস করার সুযোগ পায় কিনা।

পাকিস্তানে খেলতে গিয়ে যদি কোন বিপদের সম্মুখীন হয় আমাদের ক্রিকেট টীম তবে এর দায়ভার কে নেবে? কি হবে আমাদের ক্রিকেটের তখন? কি হবে আমাদের ক্রিকেটারদের? এ দেশের প্রতিটা রাজনৈতিক দলে লক্ষ লক্ষ চোর, ভন্ড, দুর্নীতিবাজ মোস্তফা কামাল পাওয়া যাবে কিন্তু পুরো দেশ খুঁজে কয়জন সাকিব-মুশফিক-তামিম-নাসির পাওয়া যাবে?? আওয়ামীলীগের রাজনৈতিক স্ট্যান্টবাজির একটা বড় অংশ জুড়ে আছে পাকিস্তান নিয়ে ত্যানা প্যাঁচানো, পাকিস্তান বিরোধিতা (জামাতের যেমন আছে ভারত বিরোধিতা) । কিন্তু সেই আওয়ামীলীগেরই একজন সংসদ সদস্য, একজন প্রভাবশালি রাজনীতিবিদ যখন তার প্রভাব খাটিয়ে পাকিস্তান প্রেমের যৌবন জ্বালায় অন্ধ হয়ে আমাদের ক্রিকেটকে নিয়ে অস্তি্ত্ত্বের সংকটের খেলা খেলতে চায়, তখন বলতেই হয় "তুই মানুষ না। তুই রাজনীতিবিদ। " আমি দেখতে চাই আমাদের প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ করে এই সফর বাতিলের ব্যবস্থা করেছেন। নোংরা রাজনীতির কারনেই আজ এরকম সংকটের মুখে দাঁড়িয়ে আমাদের ক্রিকেট।

ধিক্কার , থুতু এই মোস্তফা কামালের মত রাজনীতিবিদ নামক জানোয়ারদের , তাদের পোষকদের। সবশেষে , কোন কথা জানি না, বুঝি না। একটাই কথা, বাংলাদেশ ক্রিকেট টীম পাকিস্তানে যাবে না। আর যদি রাজনৈতিক নোংরামির কারনে পাকিস্তান প্রেমের যৌবন জ্বালায় অন্ধ সরকার সে পথে হাঁটে, তবে এর প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। কেননা এই ক্রিকেট টীমটা আমাদের, বাংলাদেশের।

মোস্তফা কামাল বা কোন রাজনীতিবিদ নামক নোংরা সারমেয়র না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.