আমাদের কথা খুঁজে নিন

   

আমি হতভম্ব হলাম!

আমি যে বাসায় ভাড়া থাকি তার ওপর তলায় একটা ফ্যামিলি থাকে। ‍ওই বাসার আন্টি আমার মায়ের কাছে বলেছে তার ছেলেকে একটা পার্টটাইম চাকরী খুজে দেয়ার জন্য, আমি আম্মাকে বললাম ওই ছেলেটাকে আমার সাথে কথা বলেতে বলো। আজ সন্ধায় ছেলেটি আমার সাথে কথা বলতে এসেছিল, তা ছিল নিম্নরুপ: পরিচয় পর্ব শেষে জিঙ্গেস করলাম কোথায় পড়? সে বলল এশিয়ান ইউনিভার্সিটিতে ফার্মেসী বিভাগে পড়ে। আমি: তোমাকে টিউশনি ম্যানেজ করে দিতে পারি। মামুন: (ছদ্দনাম) বলল ভাইয়া আমি একটা পার্টটাইম জব করি আমি: কি করো, মামুন: আপনি ডেসটিনির নাম শুনেছেন? আমি: শুনেছি।

মামুন: আমি ওটার সাথে ইনভলব। আমি: জানতে চাইলাম তোমার ক্যারিয়ার কিসে গড়বে? মামুন: সে বলল ডেসটিনি। আমি: ফার্মেসীতে কেন পড়তেছে বাপের টাকা নষ্ট করে? মামুন: ডিগ্রির জন্য আমি: তাহলেতো জাতীয় ভার্সিটিতে কম টাকায় পড়তে পারতে মামুন: আমার আসলে ভুল হয়ে গেছে। আমি: ওয়েলডান মিলিওনিয়ার হও.... (যাবার আগে ডেসটিনি সমন্ধে আমাকে অনেক বয়ান দিয়ে গেছে, অনেক তর্ক হয়েছে আমার সাথে) মামুন এর আম্মা তারপর আমার কাছে জানতে চাইল বাবা ওকে কি টিউশনি ম্যানেজ করে দিতে পারবে, বললাম চেষ্টা করে দেখি। ওর আম্মা বলল, বাবা মামুন এর পেছনে আমার মাসে ১৫,০০০ হাজার টাকা খরচ হয়।

ওর বাবা বিদেশে থাকে, আমার মেয়েটা স্কুলে পড়ে, আমার হার্টের অসুখ, বাসাভাড়া দিতে পারছি না, বাসার অর্ধেক সাবলেট ভাড়া দিব............ আন্টি চলেযাবার পড়, আম্মাকে বললাম, ওনার ছেলেকে টিউশনি দিতে পারব না... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.