আমাদের কথা খুঁজে নিন

   

মতিঝিল ফুটপাত, এই সময়ের ফলফলাদি (পর্ব ৩, শেষ)

সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com আজকের পর্বে থাকবে মতিঝিল ফুটপাতে এই সময়ে কি কি বিদেশী ফলাদি পাওয়া যায়। আপেল আঙ্গুরের আসলে কোন সিজন নাই! সারা বছর আমরা ফলের দোকানে এই সকল ফল দেখে থাকি। এক সময় রোগী দেখতে গেলে আপেল আঙ্গুর নিয়ে যেতেন, এখন আর সেই দিন নাই। রোগী দেখতে গেলে আপেল আঙ্গুর নিলে আপনাকেই রোগী ভেবে বসে থাকবে। আমার ধারনা বাংলাদেশে যে আপেল আঙ্গুর পাওয়া যায় তার সবই ভেজালে ভরা।

খেলে ক্যান্সার সহ নানান শারীরিক সমস্যা হবেই। আজকাল ধনীরাও আর এই সব ফল খেতে চান না বা খান না। তবুও বাজারে অনেক পাওয়া যাচ্ছে। না জেনে কিংবা মনের চাহিদায় এখনো অনেক ফল কিনে থাকেন। আমি অবশ্য আর বিদেশী ফল কিনি না, দেশী সিজন্যাল ফল কিনে চালাতে চাই।

মনে অনেক কষ্ট, ফল শরীরের জন্য উপকারী কিন্তু ভেজালে আমরা সেটা পারছি না। আপেল কিনে বাসায় রেখে দিলে এক মাসেও কিছু হয় না। কি দুঃখজনক ব্যাপার! টাকার জন্য ব্যবসাহীরা মানুষ মেরে ফেলছে, এরা কি খুনী নয়, এদের কি ফাঁসি হওয়া উচিত নয়। তাই আমি বলি, খাদ্যে ভেজালের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমার সাথে থাকুন।

চলুন আজ মতিঝিলে পাওয়া বিদেশী ফলাদির ছবি দেখি। প্রথমে নানা প্রকারের আপেল। লাল আপেল। সাউথ আফ্রিকা থেকে আগত। সেমি লাল আপেল, ইজিপ্ট থেকে আগত।

সামান্য লাল আপেল, ব্রাজিল থেকে আগত। সবুজ আপেল, ইন্ডিয়া থেকে আগত। নাশপাতি, ইন্ডিয়া থেকে আগত। কমলা, ইন্ডিয়া থেকে আগত। মাল্টা, সাউথ আফ্রিকা থেকে আগত।

আঙ্গুর, ইন্ডিয়া থেকে আগত। কালো আঙ্গুর চোখে পড়ে নাই। আসলে বাংলাদেশে ফলফলাদির ইম্পোর্টার হাতে গোনা কয়েকজন, যারা যখন যা নিয়ে আসেন দোকানিরা তাই বিক্রয় করে থাকেন। এজন্য দেখবেন, একই ফল ময়মনসিংহ যখন দেখা যাচ্ছে তখন তা মতিঝিলেও, এটা শুধু বিদেশী ফলের ব্যাপারেই। আনার।

আনারকে আমি মনে করতাম দেশী ফল কিন্তু কথা বলে জানা গেল, দেশে এর বানিজ্যিক উৎপাদন এখনো হয় না। বাংলাদেশে বেশীর ভাগ আনার আসে মেরিকা থেকে। সৌদি আরব থেকে আগত খেজুর! খেজুর বিক্রেতা জানালেন, ভাল বিক্রয় হয়। মতিঝিল আমার মতিঝিল। মতিঝিলের সাথে অন্য স্থানের তুলনা চলে না।

এখানে একটা বিরাট শাপলা ফুট ফুটে আছে। চট্রগ্রামের ভাষায় বলতে ফুল ফুটা কি বলা হয় জানেন, বঠর করা। হা হা হা.। । আশা করি মতিঝিলের ফুটপাতের ফলফলাদির ছবি দেখে আপনাদের ভাল লাগছে।

আপনার যদি কোন ফল খেতে ইচ্ছা হয় এবং সেটা আপনার স্থানে না পান তবে আমি বলব, একবার মতিঝিল ফুটপাতে দেখতে পারেন, আশা করি পাবেন। মতিঝিলের ফুটপাতে সারা বছর ফলফলাদিতে অগ্রীম থাকে। (ছবি গুলো মোবাইলে তোলা বলে ভাল কোয়ালিটির নয়, ক্ষমা সুন্দর দৃষ্টি কাম্য। ) মতিঝিল ফুটপাত, এই সময়ের ফলফলাদি (পর্ব ২) মতিঝিল ফুটপাত, এই সময়ের ফলফলাদি (পর্ব ১) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.