মানুষে মানুষে জনসমুদ্রে রূপ নিয়েছে মতিঝিল এলাকা। লাখ লাখ মানুষের গগনবিদারি স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা। সকাল ১০টা থেকে শুরু হয়েছে হেফাজতে ইসলামের সমাবেশ। মঞ্চে বক্তব্য রাখছেন নেতারা। সকাল ১১টার পর্যন্ত সমাবেশের পরিধি শাপলা চত্বর থেকে পল্টন, উত্তেফাক মোড়, নটরডেম কলেজ, কমলাপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
এখনও দলে দলে লোক আসছেন সমাবেশ স্থলে। নারায়ে তাকবির, ব্লগারদের ফাঁসির দাবিসহ বিভিন্ন ধরনের স্লোগান দেয়া হচ্ছে সমাবেশ থেকে। সমাবেশে খাবার ও পানি নিয়ে হাজির হয়েছেন অনেক স্বেচ্ছাসেবী। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের পক্ষ থেকেও সমাবেশে খাবার পাঠানো হয়েছে। ড্যাবের পক্ষ থেকে সমাবেশের আশপাশে ৮টি মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে।
লংমার্চে অংশ নিতে বিভিন্ন রাস্তা দিয়ে মতিঝিলে যাচ্ছেন লাখো মানুষ। ভোর থেকে বিভিন্ন রাস্তায় ¯্রােতের মতো মানুষ রওনা হন শাপলা চত্বরের দিকে। সকালে রাজধানীর প্রবেশ পথগুলোতেও দেখা গেছে হেফাজত কর্মীদের ভিড়। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ এবং আশপাশের জেলা থেকে লোকজন হেঁটে সমাবেশে যোগ দিচ্ছেন। বেলা যতো বাড়ছে তত বাড়ছে জনস্রোত।
সকালে মহাখালি এলাকায় মিছিলে বাধা দেয়ায় ক্ষুব্ধ হেফাজত কর্মীরা গণজাগরণ মঞ্চের অস্থায়ী অবস্থানে হামলা চালায়। আমিনবাজার ও মিরপুরে হেফাজতের মিছিলে বাধা দেয় হরতালকারীরা। তবে বাধা উপক্ষো করেই হাজার হাজার মানুষ মতিঝিলের দিকে ছুটতে থাকেন। এদিকে গত রাত থেকেই চলছে ২৭ সংগঠনের হরতাল। একই সঙ্গে চলছে গণজাগরণ মঞ্চের অবরোধ।
হরতালে ব্যতিক্রম হলো রাজধানীতে সব ধরনের গণপরিবহন বন্ধ রাখা হয়েছে সরকার ও শ্রমিক সংগঠনের নিদের্শে। রাস্তায় অলস সময় কাটাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।